সংবাদ সারাদেশসারাদেশ
সাতক্ষীরায় স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার
সংবাদ চলমান ডেস্ক : সাতক্ষীরা শ্যামনগরে একটি বাড়ি থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার সকালে শ্যামনগরের মুন্সিগঞ্জ ইউপির কাকুচিপাড়ার নিজ বাড়ি থেকে পুলিশ তাদের মরদেহ উদ্ধার করে।
নিহত সোনা বিবি কালিঞ্চি গ্রামের সিরাজ গাজীর মেয়ে ও মান্নান গাজী কাকুচিপাড়া গ্রামের সোহরাব গাজীর ছেলে। তাদের দুটি ছেলে আছে।
সাতক্ষীরা শ্যামনগর থানার ওসি (তদন্ত) ইয়াছিন আলম জানান, স্থানীয়দের কাছ থেকে পাওয়া তথ্যমতে, শনিবার সন্ধ্যায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। এর জেরেই স্বামী রাতে স্ত্রীকে কুপিয়ে হত্যা করে এবং নিজে বাড়ির পাশের গাছে ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।
তিনি আরো জানান, স্ত্রীর গায়ে ঘাড়ে, গলায় ও পিঠে পায়ে জখম আছে। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে স্বামী-স্ত্রীর বিরোধের কারণেই এমন ঘটনা ঘটেছে।