রাজধানীতে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ২৫টি ইউনিট
সংবাদ চলমান ডেস্ক:
ঢাকার টিকাটুলীতে ‘রাজধানী সুপার মার্কেট’-এ আগুন লেগেছে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ২৫টি ইউনিট।
বুধবার (২০ নভেম্বর) সোয়া ৫টার দিকে মার্কেটটিতে আগুন লাগার ঘটনা ঘটে।
পরে ‘রাজধানী সুপার মার্কেটের’ দোকানিদের মুঠোফোনের খবর পেয়ে প্রথমে ফায়ার স্টেশনের ২২টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে কাজ শুরু করে। পরে আগুনের উত্তাপ বাড়তে থাকলে আরও তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়।
এদিকে ফায়ার সার্ভিস কন্ট্রোল রুমের ডিউটি অফিসার পলাশ চন্দ্র মোদক গণমাধ্যমের কাছে আগুন লাগার তথ্য নিশ্চিত করেছেন।
কামরুল ইসলাম জানান, খবর পেয়ে তাদের ২২টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। তবে কিভাবে আগুন লেগেছে তা এখনো নিশ্চিত নন ফায়ার সার্ভিস।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্টের তত্ত্বাবধানে পরিচালিত রাজধানী সুপার মার্কেট ১৯৯৫ সালে প্রতিষ্ঠিত হয়। মার্কেটটি মূলত টিনশেড। এখানে পোশাক, প্রসাধন সামগ্রী, নিত্যপণ্য, জুয়েলারিসহ বিভিন্ন রকমের সামগ্রীর দোকান রয়েছে।