সংবাদ সারাদেশ
খুলনায় অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
সংবাদ চলমান ডেস্ক:
খুলনার লবনচরা এলাকায় রাস্তার পাশ থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকাল ৮টার দিকে লবনচরার পশ্চিমে সুঁড়িখাল মোড়ে রাস্তার পাশ থেকে এ মরদেহ উদ্ধার করা হয়।
লবনচরা থানার ওসি আবুল খায়ের বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে থেকে মরদেহ উদ্ধার করেছে। নিহত যুবকের মুখ স্কচটেপ দিয়ে আটকানো এবং গলায় কাপড় পেঁচানো রয়েছে।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অন্য কোথাও হত্যা করার পর এখানে ফেলে দেয়া হয়েছে। এখনো নিহতের নাম-ঠিকানা জানা যায়নি।