চাপাইনবাবগঞ্জরাজশাহী সংবাদ
চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে যুবক নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জে প্রতিপক্ষের ছুড়ে মারা ককটেল বিস্ফোরণে গোলাপ (২২) নামে এক যুবক নিহত হয়েছেন।
বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাত ১২টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত গোলাপ শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙা ইউনিয়নের বহরম এলাকার মো. ফড়িংয়ের ছেলে।
রাজশাহী মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা এ তথ্য নিশ্চিত করেছে।
স্থানীয়দের দেয়া তথ্যমতে, সম্প্রতি এক নারীকে উত্যক্তের জের ধরে প্রতিপক্ষ গোলাপকে লক্ষ্য করের ককটেল ছুড়ে মারে। এ সময় তার কোমরে ককটেলটির বিস্ফোরণ ঘটে। গুরুতর আহত হলে তাকে সদর হাসপাতালে পাঠানো হয়। সেখান থেকে গোলাপকে রামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে রামেক হাসপাতালে রেফার্ড করেন চিকিৎসক। পরে রামেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।