ভোলাহাটে বিদেশী অস্ত্রসহ ভারতীয় স্বামী-স্ত্রী আটক
নিজস্ব প্রতিবেদক:
চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে বিদেশী পিস্তল, ম্যাগাজিন ও গুলিসহ ভারতীয় শীর্ষ অস্ত্র ব্যবসায়ী দু্ই শীর্ষ অস্ত্র ব্যবসায়ীকে আটক করেছে র্যাব। গতকাল বুধবার বিকেল ৩ টার দিকে ভোলাহাটের ৩নং দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রাম থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, ভারতের মালদহ জেলার গৌরামারী ধুমবালু কলোনীর মৃত রাম পরিয়াক চৌধুরীর ছেলে রাম বিলাস(৫৫) এবং তার স্ত্রী কলাবতী চৌধুরী (৪৫)।
র্যাব জানায়, গতকাল বুধবার বিকেল তিনটার দিকে দলদলী ইউনিয়নের ময়ামারী গ্রামের আব্দুল কাশেমের বাড়ীর ১০০ গজ দক্ষিনে পোড়াডাঙ্গা বিজিবি ক্যাম্প হইতে রহনপুর যাওয়ার রাস্তার পূর্ব পাশে অভিযান চালায় র্যাব। এ সময় একটি ৭.৬৫ মিঃমিঃ বিদেশী পিস্তল, ১ টি ম্যাগজিন ও ৫ রাউন্ড পিস্তলের গুলিসহ তাদের হাতেনাতে গ্রেফতার করা হয়।
তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হয়েছে বলে জানায় র্যাব।