রাস্তা বন্ধ করে বিএনপি’র আন্দোলন রুখতে পারবে না: দুলু
নিজস্ব প্রতিবেদক:
কেন্দ্রী বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার ওরফে দুলু বলেছেন, বিএনপি’র সমাবেশে রাজশাহীর বাইরে থেকে নেতাকর্মীদের আসতে বাঁধা দিতে রাস্তাঘাট বন্ধ করেছে সরকার। রাস্তা অবরোধ করে বিএনপি’র আন্দোলন রুখতে পারবে না।
আজ রোববার বিকেলে রাজশাহীর মাদরাসা মাঠের পাশের রাস্তায় অনুষ্ঠিত বিএনপির সমাবেশে তিনি এসব কথা বলেন।
সমাবেশকে ঘিরে আড়াই হাজার নেতাকর্মীকে থানায় আটকে রাখার অভিযোগ করে তিনি বলেন, বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সাথে এ পর্যন্ত প্রায় ৭ হাজার নেতৃবৃন্দদের গ্রেফতার করা হয়েছে। আমার সামনেই নাটোরের কাউন্সিলর, মেয়রকে গ্রেফতার করেছে। গত তিন দিনে প্রায় শত শত নেতাকর্মীকে বিনা কারণে বাড়ি থেকে আটক করে নিয়ে গেছে পুলিশ। আমাদের ত্যাগী নেতাদের আটকে রেখে আমাদের হুশিয়ারী দিতে পারবে না।
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে রাজশাহী বিভাগীয় সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এছাড়াও উপস্থিত আছেন, বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, বাবু গয়েশ্বর চন্দ্র রায়সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ।