‘ফায়ার সার্ভিসে অধিদপ্তরে দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে সরাসরি চাকরিচ্যুত’
নিজস্ব প্রতিবেদক: ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর এর পরিচালক ও যুগ্ম সচিব হাবিবুর রহমান নব নিযুক্ত ফায়ারম্যানদের উদ্দেশ্যে বলেন, ফায়ার সার্ভিসের কর্মীরা ধনি, গরীবের কোন বাছবিচার করেন না। তারা সবার বিপদে এগিয়ে যান। অগ্নিকাণ্ডের সময় যখন মানুষ তাদের জীবন বাঁচাতে তাদের সম্পদ ফেলে রেখে পালিয়ে যান তখন ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের জীবন বাজি রেখে বিপদগ্রস্থ মানুষের সম্পদ রক্ষায় কাজ করে যান। মানুষের সেবা করতে গিয়ে শহীদ হয়েছেন ফায়ার সার্ভিস কর্মীরা। তাই ফায়ার সার্ভিসের চাকরি অনেক সন্মানের চাকরি। তাই এ সম্মান ধরে রাখতে হবে। কোনভাবেই সম্মান ভুলন্ঠিত করা যাবেনা। প্রশিক্ষণলব্ধ জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগাতে হবে। প্রশিক্ষণলব্ধ জ্ঞান কাজে লাগালে তা নিজের জীবন ও অন্যের জীবন বাঁচাতে সাহায্যে করবে। ফায়ার সার্ভিস অধিদপ্তরে কোন প্রকার দুর্নীতি করা যাবে না। যারা দুর্নীতি করে তাদের বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত হলে তাদের সরাসরি চাকরিচ্যুত করা হয়।
আজ বৃহস্পতিবার ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স রাজশাহী সদর দপ্তরের অনুষ্ঠিত নবনিযুক্ত ফায়ারম্যানদের কুচকাওয়াজ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর কন্যা বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের স্বপ্ন বাস্তবায়ন করে যাচ্ছেন। বিভিন্ন দপ্তরের উন্নয়নের সঙ্গে সঙ্গে তিনি ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তরের উন্নয়ন করে যাচ্ছেন। তিনি এ অধিদপ্তরের অনেক চাওয়া পাওয়া পূরণ করেছেন। আধুনিক হিসেবে গড়ে উঠেছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদপ্তর।