গোদাগাড়ীরাজশাহী সংবাদ
গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ একজন মাদক ব্যবসায়ী আটক
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর গোদাগাড়ীতে বিপুল পরিমান হেরোইনসহ মোঃ নজরুল ইসলাম (৪৩) নামের একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব।
রবিবার সন্ধা ৬ টার দিকে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন সিএনবি মোড় এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
এ সময় তার কাছ থেকে ৮০০ গ্রাম হেরোইনসহ তাকে আটক করে র্যাব-৫, রাজশাহীর সিপিএসসি, মোল্লাপাড়া ক্যাম্পের একটি অভিযানিক দল।
আটক মাদক ব্যবসায়ী, রাজশাহী নগরীর রাজপাড়া থানাধীন ডিংগাডুবা এলাকার মৃত আঃ মজিদের ছেলে। এ বিষয়ে গোদাগাড়ী থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানা গেছে।