নাটোররাজশাহী সংবাদ

নাটোরে  পদ্মার চরাঞ্চলে৭১টি বাড়ী পেলন নতুন বিদ্যুৎ সংযোগ


মোঃ মনজুরুল ইসলাম নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে বিলমাড়ীয়া ইউনিয়নের পদ্মা নদীর চরঞ্চালের৭১টি বাড়ী পেল বিদ্যুৎ লাইনের নতুন সংযোগ। আজ বুধবার বিকেলে উপজেলার পদ্মার চরঞ্চালের নওশাড়া সুলতানপুর গ্রামে এই বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন নাটোর-১আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নাটোর পল্লী বিদ্যুৎ সমিতি-২এর জেনারেল ম্যানেজার মোমীনুল ইসলাম, সমিতি বোর্ড এর সভাপতি জামিল হোসেন,সদস্য সচিব আশরাফুল ইসলাম, পল্লী বিদ্যুৎ লালপুর এরিয়া অফিসের ডিজিএম রেজাউল করিম,উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি এসকেন্দার মির্জা, যুগ্ন সম্পাদক গোলাম কাওসার,সাংগঠনিক সম্পাদক খাইরুল বাসার ভাদু,উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্টু,গোপালপুর পৌরসভা আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক রোকুনুল ইসলাম লুলু,

লালপুর সদর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম বাঘা,ঈশ্বরদী ইউনিয়ন আওয়ামীলীগের একাংশের সভাপতি আমিনুল ইসলাম জয় প্রমুখ।এর আগে লালপুর উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে প্রাণিসম্পদ পরিদর্শনী উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল।

উদ্বোধন শেষে বিভিন্ন প্রকারের পশু ও পাখির স্টোল পরিদর্শন করেন তিনি।এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা চন্দন কুমার সরকার সহ সুধীজনরা।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button