রাজশাহী সংবাদ

রাজশাহীতে অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব শুরু ২ মার্চ

নিজস্ব প্রতিবেদক: “হাতের মুঠোয় হাজার বছর আমরা চলেছি সামনে” এই স্লোগানকে সামনে রেখে আইনজীবী, সমাজকর্মী, খ্যাতনামা ইতিহাসবিদ নাট্যকার ও প্রত্নতত্ত্ববিদ অক্ষয়কুমার মৈত্রেয় এর জন্মদিন উপলক্ষে আগামী ২ মার্চ থেকে ৭দিন ব্যাপী ৪র্থ অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব ২০২০ শুরু হচ্ছে।

আগামী ২ মার্চ মহানগরীর ডা. কাইছার রহমান চৌধরী অডিটোরিয়ামে রাজশাহী থিয়েটারের আয়োজনে বিকেল ৫টায় নাট্যোৎসব এর উদ্বোধন অনুষ্ঠিত হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটন এবং উদ্বোধন করবেন ভারতীয় সহকারী হাই কমশিনার সঞ্জিব কুমার ভাটি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ভাষা সৈনিক আবুল হোসেন, রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. নওশাদ আলী, বৃহত্তর রাজশাহী সমিতির সভাপতি ইঞ্জিনিয়ার মাহতাব উদ্দিন, ৪র্থ অক্ষয়কুমার মৈত্রেয় নাট্যোৎসব এর সমন্বয়কারী কামার উল্লাহ সরকার ও রাজশাহী থিয়েটারের সভাপতি নিতাই কুমার সরকার।

আগমী ২মার্চ থেকে ৮মার্চ বিকেল ৫টা ও সন্ধ্যা ৭টায় ঐনিহাসিক যাত্রাপালা পলাশী পূরাণসহ ভারত ও বাংলাদেশের ১২টি বিখ্যাত নাটক মঞ্চস্থ হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button