নাটোরসংবাদ সারাদেশ

লালপুরে পুকুর খননের প্রতিবাদে মানববন্ধন

নাটোর প্রতিনিধিঃ

নাটোরের লালপুরে আড়বাব ইউনিয়নের বিলশলীয়া বিলে খাস জমি দখল করে ও দুই টি ব্রিজের পানি প্রবাহের মুখ বন্ধ করে পুকুর খনন করার প্রতিবাদে মানববন্ধন করেছে স্থানীয় কৃষকরা।

আজ মঙ্গলবার দুপুরে উপজেলার ওই ইউনিয়নের বিলশলীয়া-সালামপুর সড়কের বটতলা বিল এলাকায় এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্বাস্থ্য বিধি মেনে ও সামাজিক দূরত্ব বজায় রেখে এবং মুখে মাস্ক ব্যবহার অবস্থায় শত শত কৃষক এই মানববন্ধন কর্মসূচিতে অংশগ্রহণ করেন।এসময় বক্তব্য রাখেন আনোয়ার মৃধা, সাইফুল ইসলাম, স্থানীয় ইউপি সদস্য নজরুল ইসলাম প্রমুখ। এ সময় বক্তারা বলেন, একজন সরকারি কর্মকর্তার প্রভাব খাটিয়ে ও সরকারী নিয়মের তোয়াক্কা না করে ব্রিজের মুখে খাস জমি দখল করে ও পানি প্রবাহের মুখ বন্ধ করে পুকুর খনন করছেন তার স্বজনরা ।

এই পুকুর খনন করায় বিলের পানি নিষ্কাশনের ব্যবস্থা বন্ধ হয় যাবে । ফলে জলবদ্ধতার সৃষ্টি হয়ে হাজার হাজার বিঘা জমির ফসলের ক্ষতি হওয়ার আশংকা দেখা দিয়েছে। তারা আরো জানান, বর্তমান সরকার কৃষি বান্ধব সরকার। খাস জমির উপর যে পুকুরটি খনন করা হয়েছে, তা বন্ধ করে ও এর সাথে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইন গত ব্যবস্থা গ্রহন করে এই অঞ্চলের কৃষকদের ক্ষতি থেকে রক্ষা করার জন্য প্রধানমন্ত্রীর সদয় হস্তক্ষেপ কামনা করেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button