পুঠিয়ারাজশাহী সংবাদ

বানেশ্বর সরকারি কলেজে জাল সনদে চাকুরী, ১১ মাসেও আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি কলেজ কর্তৃপক্ষ

আমজাদ হোসেন বানেশ্বর:

মোছাঃ মেরিনা পারভিন রাজশাহী পুঠিয়া উপজেলাধীন বানেশ্বর সরকারি কলেজে ২৪ অক্টোবর ২০১৩ ইং তারিখে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের প্রভাষক হিসেবে যোগদান করেন।
নিয়োগকালীন সময় রোল ৩৪২৩০১২৩ ও রেজি নং ১০০০০৪১১৬৯৪ উল্লেখ করে ষষ্ঠ শিক্ষক নিবন্ধন পরীক্ষার সনদ দিয়ে ২৪ অক্টোবর ২০১৩ ইং তারিখে বানেশ্বর সরকারী কলেজে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগে ৩য় শিক্ষক হিসেবে নিয়োগ পান তিনি। যার শিক্ষক নিবন্ধন সনদ জাল বলে শনাক্ত করা হয়।
মোছাঃ মেরিনা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে ০৫-০৯-২০১৯ তারিখে এনটিআরসিএ’র সহকারী পরিচালক মোস্তফা আহমেদ স্বাক্ষরিত নোটিশ প্রেরণ করেন বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ বরাবর এবং সেখানে বলা হয় বর্ণিত তালিকার ক্রর্মিক নং১৭ এ বর্ণিত সনদধারী ব্যক্তি জাল/জালিয়াতির আশ্রয় নিয়েছেন মর্মে লিখিতভাবে প্রমাণিত হয়েছে বিধায় উক্ত জাল ও ভুয়া সনদধারী ব্যক্তির বিরুদ্ধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের পক্ষ হতে থানায় মামলা দায়েরপূর্বক অত্রাফিসকে অবহিত করার জন্য মামলা আরজিসহ নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
এ ছাড়াও অনুলিপি ১, সিস্টেম এনালিস্ট এনটিআরসিএ ঢাকা(পত্রটি এনটিআরসিএর ওয়েবসাইটে আপলোড করাসহ) ২,অফিসার ইনচার্জ পুঠিয়া থানা, জেলা রাজশাহী পেরন করতে হবে বলা হলেও বানেশ্বর সরকারি কলেজ কর্তৃপক্ষ কিন্তু এবিষয়ে কোনো প্রকার আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বানেশ্বর সরকারি কলেজ কর্তৃপক্ষ।
এতো কিছুর উপরেও অভিযুক্ত মোছাঃ মেরিনা পারভীনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেনি বানেশ্বর সরকারি কলেজ কর্তৃপক্ষ।
অভিযুক্ত মেরিনা পারভীনের বিরুদ্ধে বানেশ্বর সরকারি কলেজ কৃর্তপক্ষ কৃর্তিক কেনো আইনি ব্যবস্থা গ্রহণ করা হয়নি এবিষয়ে জান্তে চাইলে বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এস এম একরামুল হক বলেন, অভিযুক্ত মেরিনা পারভীন বানেশ্বর সরকারি কলেজে ইসলামের ইতিহাস ও সাংস্কৃতিক বিভাগের ৩য় শিক্ষক হিসেবে ২৪অক্টোবর ২০১৩ সালে নিয়োগ পেয়ে ছিলেন তার কোনো।
বেতন ভাতা ছিলোনা এবং তার নিবন্ধন সনদের প্রতিবেদন আশার পূর্বেই তিনি পদত্যাগ করেছেন তাই কলেজ কর্তৃপক্ষ কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বানেশ্বর সরকারি কলেজের অধ্যক্ষ এস এম একরামুল আরো জানা অভিযুক্ত মেরিনা পারভীনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার কোনো নির্দেশনা এনটিআরসিএ কতৃক দেয়া হয়নি বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button