রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জাহাঙ্গীর বাবা-
ওমর তারেকঃ
রাজশাহী কেন্দ্রীয় কারাগারের ভয়ংকর এক নাম জাহাঙ্গীর। রাজশাহী কেন্দ্রীয় কারাগারে তার পদবী পি আই ইউ৷ সুত্র বলছে তিনি আইজি প্রিজন্স দপ্তরে অভিযোগ দিবে ভয়ভীতি দেখিয়ে রাজশাহী কেন্দ্রীয় কারাগারের অনেক কর্মকর্তা কর্মচারীদের তটস্থ করে রেখেছেন। কারাগারের সি আইডি কারারক্ষী নাম প্রকাশ না করার শর্তে জানান রাজশাহী কেন্দ্রীয় কারাগারে জাহাঙ্গীর যোগদান করার পর থেকে এক বছরে প্রায় ২৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছে।
কারারক্ষী পদের এই জাহাঙ্গীরের কবজায় চলে কিছু বন্দীর ভাগ্য। মাসিক চুক্তিতে নিজের পছন্দের জায়গায় থাকতে হলে জাহাঙ্গীরের মনোনীত ব্যক্তিদের সাথে মাসিক চুক্তিতে যেতে হয় বন্দীদের। সাজাপ্রাপ্ত বন্দী রংপুরের মফিজ সুজন সহ আরো কয়েক জন মাসিক ১২শ টাকার চুক্তিতে জাহাঙ্গীরের হয়ে বন্দীদের থাকার ব্যবস্থা করে থাকেন। সেই চুক্তিতে আসা বন্দীদের দিকে আর কেউ নজর দেয়না।
অপর দিকে জাহাঙ্গীর কারাগারের ভেতরে জামিনের কাগজ আসা ব্যক্তিদের নিকট বাহিরে আটকের ইস্যু তৈরি করে বন্দীদের নিকট থেকে মোটা অংকের টাকা দাবি করেন। বিশেষ করে রাজনৈতিক মামলায় আটক থাকা যে সকল বন্দীদের জামিনের কাগজ আসে, তাদের কারা ফটকে আনার আগেই জাহাঙ্গীর ওয়াকি টকি হাতে নিয়ে নিজেকে গোয়েন্দা সদস্য পরিচয় দিয়ে মোটা অংকের অর্থ দাবি করে থাকেন। কিছুদিন দিন পুর্বে পুঠিয়া উপজেলার বানেশ্বরের সাবেক মেম্বার সাহাবুরের জামিনের কাজজ আসলে জাহাঙ্গীর কারাগারের ভেতর গেইটে সেই বন্দীর নিকট ১২ হাজার টাকার দাবি করেন। তাকে ভয় দেখিয়ে বলেন টাকা না দিলে বাহিরে বের হলে আবার তাকে আটক করে নিয়ে যাবে ডিবি পুলিশ।
প্রাণের ভয়ে তিনি পিসি থেকে ফেরত পাওয়া সকল টাকা তার হাতে তুলে দিয়ে রেহাই পান। সাহাবুল এই বিষয় নিয়ে মুখো মুখি হয়েছেন সংবাদ চলমানের।
কারাগারের ভেতরে মুঠো ফোনে বন্দীদের কথা বলার দায়িত্ব পালন করা কারারক্ষীদের নিকট থেকে মাসিক টাকার অংক বসিয়ে দেন জাহাঙ্গীর বাবু। মাসের শেষে তার দাবিকৃত টাকা কম হলে সেই কারারক্ষীর বিরুদ্ধে অভিযোগ দেন উপর মহলে। জাহাঙ্গীরের টাকা চাওয়ার প্রমান সহ অনান্য তথ্য সংরক্ষিত রয়েছে সংবাদ চলমানের হাতে। জাহিদ হাসান নামের একজন প্রতিবাদী ব্যক্তি তিনিও ফুঁসে উঠেছেন জাহাঙ্গীরের ঘুষ বানিজ্য নিয়ে। তাকে ভয়ভীতি দেখিয়ে তার নিকট ৩ হাজার টাকা নিয়েছিলেন জাহাঙ্গীর।
তিনি আরো জানান ৫ আগস্টের পরে জাহাঙ্গীর সেই টাকা ফেরত দিয়েছেন। কারাগারের দুইজন কারারক্ষীর নিকট জাহাঙ্গীর অর্থ লেনদেন করেছেন এমন অভিযোগ স্পষ্টভাবে রয়েছে সংবাদ চলমানের হাতে। কারাগারের ভেতরে ভি আইপি বন্দীদের নিকট মাদক পৌছানোর একাধিক অভিযোগ রয়েছে জাহাঙ্গীরের বিরুদ্ধে। একাধিক অপকর্মের বিষয় নিয়ে জানতে জাহাঙ্গীরের মুঠো ফোনে ফোন করলে তিনি ফোন তুলে নাই। পরে ক্ষুদে বার্তায় তার বক্তব্য চাইলে সেটি দেখেও তিনি কোন উত্তর দেয় নাই।রাজশাহী কেন্দ্রীয় কারাগারের জেল সুপার রত্না রায়কে ফোন করলে তিনি বলেন জাহাঙ্গীর আইজিপির পি আই ইউ এর দায়িত্ব পালন করেন বিষয় টি খতিয়ে দেখা হবে – চলবে >


