চাঁপাইনবাবগঞ্জে স্ত্রীর মরদেহ হাসপাতালে রেখে পলাতক স্বামী
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্ত্রী সানোয়ারা বেগমের মরদেহ হাসপাতালে রেখে পালিয়েছেন স্বামী ও তার স্বজনরা। নিহত সানোয়ারা বেগম শিবগঞ্জ উপজেলার দুর্লভপুর ইউনিয়নের সুজনের স্ত্রী। গতকাল শনিবার বিকেলে হাসপাতাল থেকে মরদেহটি উদ্ধার করেছে পুলিশ।
প্রতিবেশীরা জানান, সকালে ননদ নিপা ও নিশার সঙ্গে টিউবওয়েলের পানি নেয়াকে কেন্দ্র করে সানোয়ারার ঝগড়া হয়। দুপুরে চিৎকার শুনে ওই বাড়িতে গিয়ে তারা জানতে পারেন, সানোয়ারা গলায় ফাঁশ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। গ্রাম পুলিশের সহায়তার স্বামী ও স্বজনরা তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এরপর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যান স্বামী ও স্বজনরা।
স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক মোহাম্মদ আলী জানান, হাসপাতালে আনার আগেই ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহতের বোন রহিমা বেগম বলেন, সুজনের আগের স্ত্রী ও মেয়ে রয়েছে। তাদের মধ্যে বিচ্ছেদ হলেও আগের স্ত্রীকে ঘরে তুলতেই সানোয়ারাকে পরিকল্পিত ভাবে হত্যা করা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।
শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহমেদ জানান, হাসপাতাল থেকে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। এই ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানিয়েছেন।





