আরডিএ কমপ্লেক্স ভবন জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্বারক লিপি প্রদান
নুরজামাল ইসলামঃ
রাজশাহী নগরীর অন্যতম প্রবেশদ্বার তালাইমারী মোড়ে নির্মিত আরডিএ কমপ্লেক্স ভবনটি জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র করার দাবিতে স্মারকলিপি প্রদান করা হয়েছে।
আজ ২৫ নভেম্বর ২০২৫, মঙ্গলবার বেলা সাড়ে ১১ টায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান করেছেন রাজশাহীর সুধী সমাজ, শিক্ষক, আইনজীবী, সাংবাদিক, সামাজিক, সাংস্কৃতিক ও পরিবেশবাদী সংগঠন সহ বিভিন্ন রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠন এর নেতৃবৃন্দ।
রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের (আরডিএ) চেয়ারম্যান এস. এম. তুহিনুর আলম এর সাথে সাক্ষাৎকালে প্রতিনিধি দলের নেতৃবৃন্দ আরডিএ কমপ্লেক্স ভবনটি লিজ দেয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং জনবিরোধী এই কাজের তীব্র নিন্দা জানান। জুলাই অভ্যুত্থানের সময় তালাইমারী মোড় একটি গুরুত্বপূর্ণ পয়েন্ট হিসেবে বিবেচিত হয়েছিল এবং এখান থেকে আন্দোলন সংঘটিত করা হয়েছিল।
এক দশমিক ৪২ একর জমির ওপর তিনতলা বিশিষ্ট এ স্কয়ারটির
নাম অবিলম্বে পরিবর্তন করে জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র নামকরনের দাবি জানানো হয় এবং এই ভবনটিকে একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তোলার দাবি জানানো হয়। যেখানে বরেন্দ্র অঞ্চলের ইতিহাস উপস্থাপন ও সংস্কৃতি চর্চা, নগরবাসীর চিত্তবিনোদন, শিক্ষার্থী ও আগামী প্রজম্মের মেধা ও মননের বিকাশ এবং সুস্থ্য ধারার সংস্কৃতি চর্চার জন্য সব ধরনের ব্যবস্থা থাকবে।
স্মারকলিপির দাবি সমূহ- আরডিএ কমপ্লেক্স ভবনের জনবিরোধী এই লিজ অবিলম্বে বাতিল করতে হবে; আরডিএ কমপ্লেক্স ভবনটিকে জুলাই ইতিহাস ও একটি পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে তুলতে হবে। যেখানে থাকবে গাড়ি পার্কিং সুবিধা, এম্পিথিয়েটার, উন্মুক্ত মঞ্চ বা মুক্তমঞ্চ, নাট্যশালা, সমৃদ্ধ লাইব্রেরী, আর্ট গ্যালারি ও মিউজিয়াম এবং সুস্থধারার বিনোদনের জন্য সব ধরনের ব্যবস্থা।
এসময় উপস্থিত ছিলেন, জুলাই ইতিহাস ও সাংস্কৃতিক কেন্দ্র রক্ষা আন্দোলনের আহ্বায়ক, লেখক ও গবেষক মাহবুব সিদ্দিকী, মুক্তিযোদ্ধা ও জুলাই-৩৬ পরিষদের আহ্বায়ক মাহমুদ জামাল কাদেরী, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের অধ্যাপক গোলাম সারোয়ার সুজন, উর্দু বিভাগের অধ্যাপক সামীউল ইসলাম, নজরুল পরিষদ রাজশাহীর সভাপতি কবি মোস্তাক রহমান, নৃবিজ্ঞানী ও সবুজ সংহতি রাজশাহীর সদস্য সচিব শহিদুল ইসলাম, বরেন্দ্র ইয়ুথ ফোরামের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আতিকুর রহমান, সাংবাদিক ও জুলাই-৩৬ পরিষদের মূখ্য সংগঠক ফয়সাল আহমেদ, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক মহব্বত হোসেন মিলনসহ প্রমূখ।
একই দাবি সম্বলিত স্বারকলিপির অনুলিপি বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, পুলিশ কমিশনার, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড এর চেয়ারম্যানকে প্রদান করা হয়েছে।




