খুলনায় বজ্রপাতে প্রাণ গেল দুই জনের
খুলনা প্রতিনিধিঃ
খুলনার কয়রা উপজেলায় বজ্রপাতে শিশুসহ দুই জন মারা গেছেন। আহত হয়েছেন আরো দুই জন। নিহতরা হলেন, কয়রা উপজেলার দক্ষিণবেদকাশী ইউনিয়নের ৩ নম্বর মাটিয়াভাঙ্গা গ্রামের মোহাম্মাদ গাজীর ছেলে এনায়েত (৩৭) এবং একই এলাকার আলআমিনের ছেলে নাজমুল (১১)।
আজ বৃহস্পতিবার (২০ জুন) দুপুর দেড়টার দিকে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার গাবুরার গাগড়ামারী এলাকায় এ ঘটনা ঘটে।
আহতরা হলেন, নিহত নাজমুলের দাদা মুছা গাজী (৬৫) ও মইনুর (১৩)। তাদের বাড়ি কয়রার দক্ষিণবেদকাশী ইউনিয়নের ঘড়িলাল গ্রামে।
আহতরা জানান, শ্যামনগরের গড়পদ্মপুকুরে আত্মীয়ের বাড়ি থেকে গাবুরা হয়ে মোটরসাইকেলে বাড়ি ফিরছিলেন তারা। দুপুরে হঠাৎ বৃষ্টিপাত শুরু হলে গাবুরার গাগড়ামারী এলাকার একটি ফাঁকা মাছের ঘেরের বাসায় আশ্রয় নেন চারজন। সেখানে বজ্রপাতে দুই জন নিহত এবং দুই জন আহত হয়।
দক্ষিণ বেদকাশি ইউনিয়নের তিন নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য দিদারুল আলম জানান, বৃহস্পতিবার আত্মীয়ের বাড়ি থেকে নিজ বাড়িতে ফিরছিলেন তারা। পথিমধ্যে হঠাৎ বৃষ্টি ও বজ্রপাত শুরু হলে তারা একটি ঘেরের ঝুপড়িতে আশ্রয় নেন। এ সময় সেখানে বজ্রাপাত হলে ঘটনাস্থলেই দুইজন মারা যান। অপর এক জন অচেতন হয়ে পড়েন। পরবর্তীতে তার জ্ঞান ফিরে আসে।




