টাঙ্গাইলে কুকুরের টানাটানিতে বেরিয়ে এলো মাথার খুলি
টাঙ্গাইল প্রতিনিধিঃ
টাঙ্গাইলের ভূঞাপুর উপজেলায় কুকুরের টানাটানিতে ডোবার পাশ থেকে বেরিয়েছে মানুষের মাথার খুলি। তবে দেহের বাকি অংশের এখনো সন্ধান মেলেনি। আজ সোমবার সকালে উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, ভূঞাপুর উপজেলার চিতুলিয়া পাড়া এলাকায় ডোবার পাশে প্লাস্টিকের ব্যাগ টানাটানি করছিল কুকুর। ব্যাগের পাশে বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে ছিল মাংসের টুকরো। দুর্গন্ধ ছড়াচ্ছিল চারদিকে। স্থানীয়রা বিষয়টি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে পুলিশ এসে মানুষের মাথার খুলি উদ্ধার করে।
জানা যায়, ঘটনাস্থল থেকে কিছুটা দূরেই ৯ দিন আগে নিখোঁজ হওয়া ১০ বছরের শিশু নওসিন ইসলাম শর্মিলার বাড়ি। গত ২৬ মে নিখোঁজ হয় শিশুটি। ধারণা করা হচ্ছে মাথার খুলিটি শিশু শর্মিলার। তবে দেহের অন্যান্য অংশের এখনো কোন সন্ধান মেলেনি। মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরই এর রহস্য উদঘাটন করা যাবে বলে জানায় পুলিশ।
নিখোঁজ শিশুটির বাবা সুমন জানান, ডোবার পাশ থেকে যে জামা পাওয়া গেছে সেটি নিখোঁজের সময় তার মেয়ের পরনে ছিলো।
এবিষয়ে ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ বলেন, ঘটনাস্থলে ফরেনসিক টিম রয়েছে। মাথার খুলির ডিএনএ পরীক্ষা করা হবে। এরপরে জানা যাবে মাথার খুলিটি নিখোঁজ শিশু শর্মিলার কিনা।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন টাঙ্গাইলের পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ভূঞাপুর থানার ওসি মোহাম্মদ আহসান উল্লাহ সহ পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। এছাড়াও ঘটনাস্থালে আসেন সিআইডি এবং পিটিআইয়ের টিম।





