সংবাদ সারাদেশসারাদেশ

পরিচয় গোপন করে ২৮ বছর পলাতক, শেষরক্ষা হলো না

ঝালকাঠির কাঁঠালিয়ায় ২৮ বছর পর যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি মিজানুর রহমান ওরফে হারুন অর রশিদকে আটক করেছে পুলিশ।

আজ বৃহস্পতিবার ২৫ জানুয়ারি আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে। এর আগে, গত বুধবার বিকেলে বরগুনা জেলার বামনা থেকে গ্রেফতার করে কাঠালিয়া থানা পুলিশ।

এ বিষয়টি নিশ্চিত করে কাঁঠালিয়া থানার ওসি নাসির উদ্দিন সরকার বলেন, ১৯৯৬ সালে বেতাগী থানায় তার বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা হয়। ঐ মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত। এরপর থেকে দেশের বিভিন্ন এলাকায় বিভিন্ন নাম ঠিকানা ব্যবহার করে পলাতক ছিলেন। র‍্যাব-২ এবং র‍্যাব-৮ এর সহযোগিতায় অভিযানে চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। বর্তমানে তিনি কাঁঠালিয়া থানা হাজতে রয়েছে। বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলেও জানায় তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button