রংপুর

রংপুরে সড়ক দুর্ঘটনায় মর্মান্তিক মৃত্যু নার্সের

রংপুর প্রতিনিধিঃ

রংপুরের মিঠাপুকুরে সড়ক দুর্ঘটনায় ২৫ বছর বয়সী হালিমা খাতুন নামে এক নার্সের মর্মান্তিক মৃত্যু হয়েছেন। এ সময় আহত হয়েছেন নিহত হালিমা খাতুনের স্বামী ও সন্তান।

গতকাল সোমবার রাতে রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় এ দুর্ঘটনা ঘটে।হালিমা খাতুন রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের জেনারেল অপারেশন থিয়েটারে (ওটি) সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, মিঠাপুকুরের বৈরাগীগঞ্জ থেকে স্বামীর মোটরসাইকেলে চার বছরের মেয়েকে নিয়ে রংপুরের উদ্দেশ্যে যাচ্ছিলেন হালিমা। এ সময় রংপুর-ঢাকা মহাসড়কের দমদমা তেল পাম্প এলাকায় ইউটার্ন অবস্থায় মোটরসাইকেল থেকে পড়ে যান তিনি। পরে রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী দ্রুতগামীর একটি নাইট কোচ চাপা দিলে ঘটনাস্থলেই মারা যান হালিমা।

এ ঘটনায় হালিমার স্বামী মিজানুর রহমান ও শিশুসন্তান আহত হন।নিহত হালিমা খাতুনের স্বামী মিজানুর রহমান বৈরাগীগঞ্জে বেসরকারি সংস্থা উদ্দীপনের শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত । হালিমার বাড়ি রংপুরের পীরগাছা উপজেলার দেওতি হাউদারপার গ্রামে।

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের নার্সিং নেতা ফোরকান আলী জানান, হালিমা রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স হিসেবে কর্মরত ছিলেন। তিনি ২০২০ সালে চাকরিতে যোগদান করেছেন।

মিঠাপুকুর থানার ওসি (তদন্ত) জাকির হোসেন বলেন, মরদেহ উদ্ধার করে পীরগঞ্জ বড়দরগা হাইওয়ে পুলিশ নিয়ে গেছে। আহত দুজনকে হাসপাতালে নেয়া হয়েছে। এ বিষয়ে আইনি ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button