আন্তর্জাতিকরাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

সম্পূর্ণ নারী মহিলা রেফারি দ্বারা পরিচালিত ম্যাচ, ইংল্যান্ডের ইতিহাস

আন্তর্জাতিক ডেস্কঃ

গতকাল শনিবার রাতে ইউরোপ অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বের ‘আই’ গ্রুপের ম্যাচে অ্যান্ডোরার মুখোমুখি হয়েছিল ইংল্যান্ড। এই ম্যাচে বড় জয় পেয়েছে ইংলিশরা। অ্যান্ডোরাকে উড়িয়ে দিয়েছে ৫-০ গোলে।

ম্যাচটি অবশ্য ইতিহাসও গড়েছে। এই প্রথম ইংল্যান্ডের কোনো ম্যাচ সম্পূর্ণ মহিলা রেফারি ও তার সহযোগীদের দ্বারা পরিচালিত হলো। এই ম্যাচটি পরিচালনা করেন কাতেরিনা মনজুল। তার সহযোগী ছিলেন মারিয়ানা স্ট্রিলেটসকা ও ভিতলানা গ্রুশকো। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি ছিলেন স্টেফানি ফ্রাপার্ট।

ইংল্যান্ডের হয়ে প্রথম গোলের দেখা পেয়েছেন বেন চিলওয়েল ও জ্যাক গ্রিলিশ। চিলওয়েল ম্যাচের ১৭ মিনিটে গোল করে গোল উৎসবের সূচনা করেন। আর গ্রেলিশ ৮৬ মিনিটে গোল করে সেটার সমাপ্তি টানেন। মাঝে গোল করেন বুকায়ো সাকা (৪০ মি.), ট্যামি আব্রাহাম (৫৯ মি.) ও জেমস ওয়ার্ড-প্রোসি (৭৯ মি.)। তাতে ১৪ বছর পর অ্যান্ডোরার মাঠে খেলতে গিয়ে ৫-০ ব্যবধানের জয় নিয়ে দেশে ফিরে ইংল্যান্ড।

৭ ম্যাচ থেকে ১৯ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষেই আছে ইংল্যান্ড। ১৫ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আলবেনিয়া। ১৪ পয়েন্ট নিয়ে পোল্যান্ড আছে তৃতীয় স্থানে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button