সংবাদ সারাদেশ

মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশের মামলা

সংবাদ চলমান ডেস্ক:

নারায়ণগঞ্জের ফতুল্লায় বাইতুস সালাত জামে মসজিদে বিস্ফোরণের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। রবিবার সকালে অবহেলাজনিত কারণে বিস্ফোরণের অভিযোগ এনে পুলিশের এসআই হুমায়ন বাদী হয়ে অজ্ঞাত আসামি দেখিয়ে ফতুল্লা মডেল থানায় মামলাটি করেন।

ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন জানান, পুলিশের করা মামলায় গ্যাস, বিদ্যুৎ অথবা মসজিদ কমিটির যে কেউ আসামি হতে পারে। সেটি তদন্তে বেরিয়ে আসবে।

তিনি আরও জানান, রবিবার সকাল পর্যন্ত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থাপিত শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় ২৩ জনের মৃত্যু হয়েছে। নিহতদের মধ্যে পশ্চিম তল্লা এলাকায় অবস্থিত ওই মসজিদের ইমাম, মুয়াজ্জিনসহ শিশু রয়েছে।

এছাড়া আরও ১৪ জনের অবস্থা আশঙ্কাজনক।

গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে নারায়ণগঞ্জ শহরের পশ্চিম তল্লা এলাকায় বাইতুস সালাত জামে মসজিদে বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে দগ্ধ ব্যক্তিদের মধ্যে ৩৭ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

উল্লেখ্য, বিস্ফোরণের কারণে মসজিদের ছয়টি এসি পুড়ে গেছে এবং মসজিদের জানালার কাঁচ উড়ে গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button