রাজশাহী সংবাদ

মাহবুব দুলাল’র কাব্যগ্রন্থ ‘তুমি অবিনাশী’ গ্রহণ করলেন সেতুমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে সাংবাদিক ও কবি মাহবুব দুলালের ‘তুমি অবিনাশী’ কাব্যগ্রন্থটি সানন্দে গ্রহণ করলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। রোববার (১ মার্চ) রাজশাহী সার্কিট হাউসে তিনি এই কাব্যগ্রন্থ ‘তুমি অবিনাশী গ্রহণ করেন।

‘মুজিব জন্মশতবর্ষে’ প্রকাশিত ‘তুমি অবিনাশী’ বইটির অবিনাশী ‘তুমি’ হলেন বাঙালি জাতির জনক, হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। কবির দর্শনে দেশকে ভালবাসতে হলে বঙ্গবন্ধুকে জানতে হবে। জাতির পিতা ছাড়া এ দেশকে কল্পনাতেও দেখতে চান না তিনি।

কবি মাহবুব দুলালের কাছে একাত্তরে এক সাগর রক্তের বিনিময়ে পাওয়া স্বাধীন দেশটিই অহংকার আর ভালোবাসা। মুক্তিযুদ্ধের চেতনা ধারন করে এ মাটিতেই মরতে চান তিনি। স্বপ্ন দেখেন দুর্নীতি আর মাদকমুক্ত এক আদর্শিক সমাজের। তার কবিতা জুড়ে এই অনুভূতিই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। রয়েছে দেশপ্রেম, স্বাধীনতা আর জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শের প্রতি অবিচল বিশ^াস। তার প্রকাশিত ‘তুমি অবিনাশী’ কবিতার বইটির প্রতিটি বাক্যে সেই বিশ^াসই বিমূর্ত হয়ে রয়েছে।

‘মুজিব শতবর্ষে’ কবিতায় তিনি বাংলার প্রাপ্তি, প্রত্যাশা ও ঘাটতির বিষয় তুলে ধরেছেন। বঙ্গবন্ধুকে স্মরণ করে তিনি বলেছেন, ‘তব জন্ম শতবর্ষে আজ নতুন করে কড়া নাড়ে বদ্ধ দুয়ারে, টের পায় অস্তিত্ব তোমার প্রজন্মের সন্তান’। আবারও বলছেন, তারপর, এতদিন পর, যুগ যুগ অতঃপর না বাংলায়, না এশিয়ায়, তুমি সারা বিশে^-তুমি মরোনি-জেগে আছ, জেগে থাকবে গ্রহণীয় তুমি অবিনাশী।

মোট ৩৪টি কবিতা নিয়ে তার এই কাব্যগ্রন্থ। কবিতার শিরোনামে আছে-মুজিব শর্তবষ, টুঙ্গিপাড়ার খোকা, একটি খোকার জন্ম, কিশোর মুজিব, শ্রেষ্ঠ বাঙালি, কালরাত, মুক্তিযোদ্ধা, শ্রদ্ধার শহীদ মিনার, তুমি অবিনাশী, মার্চ মানে বঙ্গবন্ধুর নির্দেশ, স্বাধীনতা, দেখিনি মুক্তিযুদ্ধ, চিরশিশু এক, আমি বাঙালি, তুমি অজেয়, বাংলার নারী, মুজিবুর রহমান, আমাদের ২৬ মার্চ, বঙ্গবন্ধুর ছয় দফা, আবার কি ফিরবে?, যাদের রক্তে অমর একুশ, তোমরা মৃত্যুঞ্জয়ী, আমরা কি স্বাধীন?, তুমি অমর, নতুন সূর্যোদয়, মুক্ত জননী, ১০ জানুয়ারী, বাঙালি হায়েনা, জেলহত্যা, বীরের সমাধি, আগস্ট এবং ২১ আগস্ট, আত্মায় ঘুণ, বঙ্গমাতা ও শতবর্ষে অর্জন-বেদনা-প্রত্যাশা।

কবি মাহবুব দুলাল জানান, ‘আমি আমার কবিতায় প্রেম, দ্রোহ, দুঃখ জাগানিয়া, মাটি আর মানুষ এবং বিপ্লবের কথা বলেছি। যেখানে ছড়িয়ে আছে বাঙালির মহানায়ক জাতির পিতা বঙ্গবন্ধু। মুজিব বর্ষে এই বইয়ের মধ্য দিয়ে তাঁকে আমি আমার শ্রদ্ধা জানাচ্ছি’।

কাব্যগ্রন্থটি গ্রহণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংসদ সদস্য আয়েন উদ্দিন, সংসদ সদস্য ইঞ্জি. এনামুল হক, রাজশাহী রেঞ্জের ডিআইজি হাফিজ আকতার পিপিএম, রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি আব্দুল ওয়াদুদ দারা, রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক, পবা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা প্রমুখ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button