জাতীয়

ভোট পেছানোর দাবিতে ইসির ‘না’

চলমান ডেস্ক: চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচন পিছিয়ে দেয়ার দাবি নাকচ করেছে ইসি। শুক্রবার দুপুরে চট্টগ্রামের নির্বাচন কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনার মো. রফিকুল ইসলাম।

এর আগে বৃহস্পতিবার মনোনয়নপত্র জমাদান শেষে বিএনপির মেয়র প্রার্থী ডা. শাহাদাত হোসেন সুষ্ঠু ভোটের জন্য প্রত্যেক বুথে সেনাসদস্য মোতায়েন এবং ভোটের তারিখ কমপক্ষে দুইদিন পেছানোর দাবি জানান।

নির্বাচনে সেনাবাহিনী মোতায়েনের বিষয়ে রফিকুল ইসলাম বলেন, স্থানীয় সরকার নির্বাচনে সেনা মোতায়েন করিনি। এবারও করব না। তবে সেনাবাহিনীর উপস্থিতি থাকবে। টেকনিক্যাল সাপোর্ট দেবেন তারা।

এইচএসসি পরীক্ষাসহ নানা কারণে নির্বাচন পেছানো সম্ভব নয় উল্লেখ করে রফিকুল ইসলাম বলেন, অন্যান্য দেশের মতো সরকারি ছুটি ঘোষণা না করে নির্বাচন করা যায় কি না ভেবে দেখছে কমিশন।

তিনি বলেন, আমাদের কাছে অপশন যেটা ছিল, সেটা হলো পুরো বর্ষার মধ্যে নির্বাচন করার। আমরা কিন্তু কল্পনাও করতে পারি না, চট্টগ্রাম শহরে বর্ষার সময় নির্বাচন করার কথা। কারণ আমাদের অভিজ্ঞতা, জলাবদ্ধতায় ডুবে থাকে অনেক রাস্তাঘাট। সে জন্য আমরা চিন্তাও করতে পারি না।

তফসিল অনুযায়ী আগামী ২৯ মার্চ চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনের ভোটগ্রহণ হবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button