সংবাদ সারাদেশসারাদেশ

নব্য জেএমবির সক্রিয় সদস্য গ্রেফতার

চলমান ডেস্ক : বরিশালের আগৈলঝড়া থেকে আবু নাঈম মোল্লা (২০) নামে নব্য জেএমবির এক সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে অ্যান্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

ধর্মীয় উগ্র মতবাদ প্রচার ও প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে তাকে গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এটিইউ’র সাইবার ক্রাইম অ্যান্ড সাইবার সিকিউরিটি পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান।

তিনি জানান, গ্রেফতার নাঈম নিজেকে নব্য জেএমবির একজন সক্রিয় সদস্য বলে স্বীকার করেছে। তার কাছ থেকে বিভিন্ন উগ্রবাদী বই, লিফলেট ও ডিজিটাল আধেয়সহ মোবাইল উদ্ধার করা হয়।

তিনি আরো জানান, নব্য জেএমবির এক সদস্যের সঙ্গে পরিচয়ের মাধ্যমে সে এ সংগঠনের দাওয়াত পায়।
পরে সংগঠনের প্রয়োজনে যোগাযোগের মতো বিভিন্ন সিকিউরড সফটওয়ার ও মোবাইল অ্যাপস সম্পর্কে শিক্ষা দিত। বর্তমানে সে বরিশাল এলাকার নব্য জেএমবির সমন্বয়ক হিসেবে কাজ করে আসছিল। প্রায় দেড় থেকে দুই বছর ধরে সে এ সংগঠনের সঙ্গে জড়িত।

পাশাপাশি নাঈম মোল্লা প্রধানমন্ত্রীকে নিয়েও বিভিন্ন কটূক্তিমূলক আধেয় সোশ্যাল মিডিয়ায় প্রচার করত।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button