সংবাদ সারাদেশ

১ মিনিটের ব্যবধানে দেশের তিন শহর কেপে উঠলো ভূমিকম্পে

সংবাদ চলমান ডেস্কঃ

গতকাল রাতে এক মিনিটের ব্যবধানে ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের তিন শহর। শনিবার রাত ১১টা ৩৮ মিনিট থেকে ১১.৩৯ মিনিটে  ঢাকা, চট্টগ্রাম ও সিলেটে এই কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪।

ঢাকা ও চট্টগ্রামে ১১.৩৯ মিনিটে ভূমিকম্প অনুভুত হয়। অপরদিকে সিলেট আবহাওয়া অফিসের সিনিয়র আবহাওয়াবিদ সাঈদ আহমদ চৌধুরী জানান, দেশের উত্তর-পূর্বাঞ্চলের জেলা সিলেটে শনিবার রাত ১১ টা ৩৯ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৫ দশমিক ৪। কম্পনের স্থায়ীত্ব ছিল কয়েক সেকেন্ড। ভূমিকস্পের উৎপত্তিস্থল ভারতের মণিপুর রাজ্যে।

এদিকে ভূমিকম্পে তিনটি শহর কেঁপে উঠলে আতঙ্কে অনেকে ছুটোছুটি করলেও অনেকে ঘুমিয়ে থাকায় টের পাননি। এতে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া যায়নি।

আবহাওয়া অধিদফতর সূত্র জানায়, এর উৎপত্তিস্থল ছিল ভারতের মইরাং নামক স্থান। এটি উত্তর পূর্বে ভারতের মেঘালয় রাজ্যের একটি এলাকা। বাংলাদেশ থেকে যা ৪০৫ কিলোমিটার দূরে বলেও জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button