রাজশাহীরাজশাহী সংবাদরাজশাহী সংবাদস্লাইডার

ঈদ বাজারেও বন্ধ থাকবে মার্কেট ও দোকানপাট

স্টাফ রিপোর্টারঃ

রাজশাহী সিটি মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন ও সংসদ সদস্য ফজলে হোসেন ও জেলা প্রশাসক হামিদুল হকসহ রাজশাহী চেম্বার অব কমার্সের যৌথ সভায় সিদ্ধান্ত নিয়েছেন যে  পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহীর সকল মার্কেট বন্ধ থাকবে । জনস্বার্থ বিবেচনায় পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত রাজশাহীর সকল মার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন।

করোনা প্রতিরোধে দোকানপাট বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী চেম্বার অব কমার্স। শনিবার রাত সাড়ে আটটার দিকে যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয় বলে জানা গেছে।

সভা শেষে চেম্বার সভাপতি মনিরুজ্জামান মনি বলেন, রাজশাহীকে ভাল রাখতে যা কিছু করা প্রয়োজন, তার সাথেই চেম্বারের সবাই একমত। আমরা রাজশাহীকে ভাল রাখতে চাই। এজন্য মার্কেট বন্ধ রাখতে হলে রাখবো। কারণ স্বাস্থ্যবিধি মেনে এত বড় মার্কেট চালানো সম্ভব না।

রাজশাহীর আরডিএ মার্কেটের ব্যবসায়ী সমন্বয় পরিষদের সাধারন সম্পাদক সেকেন্দার আলী বলেন, দোকান বন্ধের এই সিদ্ধান্ত আমরা রাতে পেয়েছি। এখন আমরা ব্যবসায়ীদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত বাস্তবায়ন করবো বলে জানিয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button