সংবাদ সারাদেশ
সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু
সংবাদ চলমান ডেস্কঃ
সেচ পাম্পের বিদ্যুতের লাইন খুলতে গিয়ে জামালপুরের মাদারগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে ২ যুবকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
তারা হলেন, উপজেলার আমরীতলা এলাকার ফকির আলীর ছেলে এখলাছ ও একই এলাকার বদি মিয়ার ছেলে আরিফ।
জানা গেছে, সেচ পাম্পের লাইন খুলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে তারা পানিতে পড়ে যায়। স্থানীয়রা উদ্ধার করে মাদারগঞ্জ উপজেলা সরকারি হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্য কর্মকতা ডা. শামী ইফতেখার জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়েছে বলেও জানিয়েছে।



