সংবাদ সারাদেশসারাদেশ

সিলেটে মাছ ধরা নিয়ে ঝগড়া, ছুরিকাঘাতে প্রাণ গেল কিশোরের

সিলেট প্রতিনিধিঃ

সিলেটের জকিগঞ্জে মাছ ধরার বিরোধে আপন চাচাতো ভাইয়ের ছুরিকাঘাতে মনসুর আহমদ নামে এক কিশোর নিহত হয়েছে। 

রোববার রাতে সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামে এ ঘটনা ঘটে। মনসুর সুলতানপুর ইউপির মাজবন্দ গ্রামের মৃত আব্দুস সালামের ছেলে। 

বিষয়টি নিশ্চিত করেছেন, জকিগঞ্জ থানার ওসি মো. মোশাররফ হোসেন। তিনি জানান, বাড়ির পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে মনসুরের সঙ্গে চাচাত ভাই আশিকুর রহমানের বিরোধ হয়। এরই জেরে রাতে মাজবন্দ মসজিদের পাশে আশিক ও মনসুরের ঝগড়া হয়।

একপর্যায়ে আশিকের ছুরিকাঘাতে মনসুর আহত হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি আরও জানান, বাড়ির পুকুরে মাছ ধরা নিয়ে দিনে তাদের মধ্যে ঝগড়া হয়। এ ঘটনায় সন্ধ্যার পর চাচাতো ভাই মনসুরকে ছুরিকাঘাত করেন আশিকুর। এতে মনসুরের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আশিকুরকে গ্রেফতার করেছেন পুলিশ।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button