সংবাদ সারাদেশ

সিলেটে গৃহবধূকে অস্ত্র ঠেকিয়ে ধর্ষণ, মূলহোতা গ্রেফতার

চলমান ডেস্কঃ

সিলেট জেলার কানাইঘাটে ‘মাথায় অস্ত্র ঠেকিয়ে’ গণধর্ষণের হোতা আবুল কালাম আজাদকে গোয়াইনঘাট নামক স্থান থেকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃত আবুল কালাম আজাদ ওই উপজেলার ব্রাহ্মণগ্রামের নূর উদ্দিনের ছেলে। রবিবার সকালে গোয়াইনঘাট উপজেলার রাধানগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়।

সিলেট জেলা পুলিশের এডিশনাল এসপি মো. লুৎফর রহমান জানান, ২ জুলাই রাতে কানাইঘাটের ব্রাহ্মণগ্রামে এক গৃহবধূকে অস্ত্রের মুখে ধর্ষণ করেন আবুল কালাম আজাদ ও মুক্তার হোসেন। ওই ঘটনায় কানাইঘাট থানায় মামলা করেছেন ধর্ষণের শিকার গৃহবধূ।

এডিশনাল এসপি লুৎফর আরো জানান, ডিবি ও কানাইঘাট থানা পুলিশের একাধিক টিম ধর্ষকদের গ্রেফতারে তৎপরতা চালায়। রবিবার সকালে গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে মূলহোতা আবুল কালাম আজাদকে গ্রেফতার করা হয় বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন
Close
Back to top button