সিরাজগঞ্জে বন্যার পানিতে ডুবে দুই তরুণের মৃত্যু
সিরাজগঞ্জ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় বন্যার পানিতে নৌকা ভ্রমণে ঘুরতে বেরিয়ে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরো ৭ জন।
আজ শনিবার দুপুর ২টার দিকে উপজেলার রেশমবাড়ি পোতাজিয়া চারমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- শাহজাদপুর পৌর শহরের দারিয়াপুর মহল্লার শাহ আলমের ছেলে সজল (১৬) ও একই মহল্লার তৌহিদের ছেলে তন্ময় (১৮)।
শাহজাদপুর থানার ওসি মো. সবুজ রানা বলেন, রেশমবাড়ি এলাকায় একটি নৌকাডুবির ঘটনায় সজল ও তন্ময় নামে দুই জনের মৃত্যু হয়েছে। এ সময় আরো সাত জন আহত হয়েছেন। তাদের লাশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা আছে। আহত ব্যক্তিরা চিকিৎসা নিয়ে বাড়িতে চলে গেছেন।
শাহজাদপুর ফায়ার সার্ভিসের স্টেশনের ডিউটি অফিসার মকবুল হোসেন বলেন, একটি নৌকায় ৯ জন ঘুরতে গিয়ে ছিলেন। নৌকাটি রেশমবাড়ির পথে পোতাজিয়া চারমাথা এলাকায় পৌঁছাতেই ডুবে যায়। পরে স্থানীয়রা খবর দিলে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই স্থানীয় লোকজন তাদের লাশ উদ্ধার করেন। ৯ জনের মধ্যে ৭ জন সাঁতার জানায় তারা পাড়ে গিয়ে উঠলেও বাকি দুই জন পানিতে ডুবে মারা গেছেন।


