সংবাদ সারাদেশসারাদেশ

সাড়ে চার বছরেও চিহ্নিত হয়নি আন্তর্জাতিক চক্র

সংবাদ চলমান ডেস্ক: চট্টগ্রাম বন্দরে জব্দ হওয়া দেশের ইতিহাসে সবচেয়ে বড় কোকেনের চালান আজ ধ্বংস করা হবে। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের উপস্থিতিতে ড্রামভর্তি তরল কোকেন ধ্বংস করবে র‌্যাব-৭।

সূর্যমুখী তেলের আড়ালে আন্তর্জাতিক চোরাকারবারি দলের সদস্যরা এই চালান নিয়ে এসেছিল বলে তদন্তে বের হয়ে আসে। একইসঙ্গে বাংলাদেশকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে কোকেনের এই চালান ভারত হয়ে ইউরোপের কোনো দেশে যাওয়ার কথা ছিল বলেও তদন্তকারীরা জানতে পারেন।

কিন্তু ঘটনার সাড়ে চার বছর গত হলেও এই চালান আমদানির সঙ্গে জড়িত আন্তর্জাতিক চোরাকারবারিদের কাউকে আইনের আওতায় আনতে পারেনি আইন প্রয়োগকারী সংস্থা।

চালানে কী পরিমাণ কোকেন ছিল তাও নির্ণয় করতে পারেনি। দুই ড্রাম তরল কোকেনের চালানের সঙ্গে কনটেইনারে থাকা আরও ১০৫ ড্রাম সূর্যমুখী তেলও একই সময়ে ধ্বংস করা হবে। চট্টগ্রাম বন্দরে সিলগালা অবস্থায় থাকা দুই ড্রাম ভর্তি কোকেনসহ মোট ১০৭টি ড্রাম ভর্তি কনটেইনার মঙ্গলবার র‌্যাব-৭ এর কার্যালয়ে নেয়া হয়।

মন্ত্রীর উপস্থিতিতে এ কনটেইনার খোলার পর একে একে ড্রামভর্তি কোকেন এবং সূর্যমুখী তেল ধ্বংস করা হবে বলে জানিয়েছেন র‌্যাব-৭ এর সহকারী পুলিশ সুপার মাহমুদুল হাসান মামুন।

তিনি বলেন, ‘কোকেন ধ্বংসের সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। এ উপলক্ষে র‌্যাব-৭ এর কার্যালয়ে বেলা ১১টায় এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠান শেষে স্বরাষ্ট্রমন্ত্রীর উপস্থিতিতে ড্রামভর্তি কোকেনসহ অন্যান্য মাদক ধ্বংস করা হবে।’

২০১৫ সালের ৬ জুন চট্টগ্রাম নগর গোয়েন্দা পুলিশের দেয়া তথ্যের ভিত্তিতে চট্টগ্রাম বন্দরে একটি কনটেইনার সিলগালা করে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা। ৮ জুন কনটেইনারটি খোলার পর সূর্যমুখী তেল ভর্তি ১০৭টি ড্রাম পাওয়া যায়।

প্রতিটিতে ১৮৫ কেজি করে সূর্যমুখী তেল ছিল। তেলের নমুনা সংগ্রহ করে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি), মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের রাসায়নিক পরীক্ষাগারসহ চারটি পরীক্ষাগারে পাঠানো হয়। ওই বছরের ২৭ জুন শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর জানায়, পরীক্ষায় ১০৭টি ড্রামের মধ্যে দুটিতে (৫৯ ও ৯৬ নম্বর ড্রামে) কোকেন পাওয়া গেছে।

চট্টগ্রামের খাতুনগঞ্জের আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের নামে চালান আসে। উরুগুয়ের মন্টিভিডিও বন্দর থেকে চালানটি চট্টগ্রাম বন্দরে পৌঁছে।

এ ঘটনায় ২৮ জুন চট্টগ্রাম বন্দর থানার এসআই ওসমান গনি বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আমদানিকারক প্রতিষ্ঠান খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ ও প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেলসহ অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে মামলা করা হয়। পরে আদালতের নির্দেশে এ মামলায় চোরাচালান সংক্রান্ত বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারা সংযুক্ত করা হয়।

একই বছরের ১৯ নভেম্বর কোকেন জব্দের মামলার তদন্তকারী কর্মকর্তা ও নগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার (উত্তর) কামরুজ্জামান ৮ জনকে আসামি করে চট্টগ্রামের মুখ্য মহানগর হাকিমের আদালতে অভিযোগপত্র দাখিল করেন। সিএমপির উচ্চ পর্যায়ের একটি বিশেষজ্ঞ টিম এই মামলার তদন্তসহ সার্বিক কাজ মনিটরিং করে।

তদন্ত দল জানতে পারে, এই চালান খানজাহান আলী লিমিটেডের নামে এলেও এই আমদানিকারক প্রতিষ্ঠান সূর্যমুখী তেলের জন্য কোনো এলসি করেনি। তা ছাড়া তারা এ ধরনের কোনো পণ্য আমদানি বা ব্যবসার সঙ্গেও জড়িত নয়।

মূলত ওই প্রতিষ্ঠানের ম্যানেজার গোলাম মোস্তফা সোহেলের সঙ্গে আন্তর্জাতিক কোনো চোরাকারবারি দলের যোগসাজশ ছিল। তার মাধ্যমেই এই চালান ছাড়ের চেষ্টা করা হয়। কিন্তু শেষ পর্যন্ত চালান ছাড়ে ব্যর্থ হন গোলাম মোস্তফা সোহেল। চালানটি উরুগুয়ের মন্টিভিডিও বন্দর থেকে জাহাজীকরণ করা হয়। পরে তা সিঙ্গাপুর হয়ে চট্টগ্রাম বন্দরে আসে বলে।

মূলত এসব কারণে নগর গোয়েন্দা পুলিশ এই মামলার অভিযোগ পত্র থেকে খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নুর মোহাম্মদ ও তার ভাইকে বাদ দেয়।

অন্যদিকে ডিবি অভিযোগপত্র দিলেও সেটি গ্রহণ না করে আদালত অধিকতর তদন্তের নির্দেশ দেন। অতিরিক্ত পুলিশ সুপার পদমর্যাদার একজন কর্মকর্তাকে দিয়ে অধিকতর তদন্তের জন্য র‌্যাবকে নির্দেশ দেয়া হয়। র‌্যাব তদন্তের দায়িত্ব পেয়ে তাদের কার্যালয়ে তলব করেন খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদকে। র‌্যাব কার্যালয়ে গেলে তাকে আটক করে জেলে পাঠানো হয়।

অধিকতর তদন্ত শেষে ২০১৬ সালের ৩ এপ্রিল নূর মোহাম্মদ ও তার ভাই মোস্তাক আহমেদ এবং ডিবির তদন্তে বের হয়ে আসা আটজনসহ মোট দশজনকে আসামি করে আদালতে অভিযোগপত্র জমা দেন মামলার তদন্ত কর্মকর্তা ও র?্যাব-৭ চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার মুহম্মদ মহিউদ্দিন ফারুকী।

বাকি আসামিরা হলেন- প্রাইম হ্যাচারির ব্যবস্থাপক গোলাম মোস্তফা সোহেল, আবাসন ব্যবসায়ী মোস্তফা কামাল, লন্ডনে অবস্থানরত বকুল মিয়া ও ফজলুর রহমান, কসকো শিপিং লাইনের ম্যানেজার একেএম আমজাদ, গার্মেন্ট পণ্য রফতানিকারক প্রতিষ্ঠান মণ্ডল গ্রুপের বাণিজ্যিক নির্বাহী আতিকুর রহমান, সিকিউরিটিজ প্রতিষ্ঠানের কর্মকর্তা মেহেদি আলম এবং সিঅ্যান্ডএফ কর্মকর্তা সাইফুল ইসলাম।

এ মামলায় গত বছরের ২৯ এপ্রিল চট্টগ্রামের সিনিয়র স্পেশাল জজ-১ মো.আকবর হোসেন মৃধা আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শেষে চট্টগ্রাম বন্দরে কোকেনের চালান জব্দের ঘটনায় মাদক আইনে দায়ের হওয়া মামলার বিচার শুরুর আদেশ দেন। মামলাটি এখনও বিচারাধীন আছে।

মামলায় গ্রেফতার খানজাহান আলী লিমিটেডের চেয়ারম্যান নূর মোহাম্মদ হাইকোর্ট থেকে জামিনে মুক্তি পেয়ে রফতানিকারক প্রতিষ্ঠানসহ সাতটি প্রতিষ্ঠান এবং তিন ব্যক্তির বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ মামলা করেন তিনি।

পাশাপাশি কোনো ধরনের এলসি না করা সত্ত্বেও তাদের প্রতিষ্ঠানের নামে এ ধরনের মাদকের চালান প্রেরণ করায় জড়িত আন্তর্জাতিক চোরকারবারি দলের সদস্যদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়সহ সরকারের সংশ্লিষ্ট বিভাগে চিঠি দেন। ইন্টারপোলেও চিঠি লেখেন তিনি। যদিও এসবের কোনো কূল-কিনারা হয়নি এখনও।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button