সাতক্ষীরায় পানিতে ডুবে তিন শিশু নিহত
সাতক্ষীরা প্রতিনিধিঃ
সাতক্ষীরা দেবহাটা উপজেলায় একই দিনে পানিতে ডুবে তিন শিশু নিহত হয়েছে। গতকাল সোমবার বিকালে উপজেলার দক্ষিণ কোমরপুর গ্রামে একসাথে দুই শিশু এবং একই উপজেলার তিলকুুড়া গ্রামে আরেক শিশু নিহত হয়।
দেবহাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ ওবায়দুল্লাহ এই তথ্য নিশ্চিত করে জানায়, গতকাল সোমবার বিকাল ৪টার সময় দক্ষিণ কোমরপুর গ্রামের দিন মজুর আব্দুর রহিমের ছেলে রিপন হোসেন এবং তার প্রতিবেশী বিল্লাল হোসেন বাবুর ছেলে জাবির হোসেন বাড়ির পাশে মৎস্য ঘেরের বেড়ি বাঁধের ওপর খেলছিল। শিশুদের পরিবারের সদস্যরা কাজে ব্যস্ত থাকায় কোনো এক সময় তারা ঘেরের মধ্যে পড়ে পানিতে ডুবে মারা যায়। পরে খোঁজ করতে গিয়ে দুই শিশুকে উদ্ধার করে সখিপুর হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত্যু ঘোষণা করে।
অপরদিকে দক্ষিণ সখিপুর প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির এক শিশু তিলকুড়া গ্রামের আয়ুব আলীর ছেলে রুহুল আমিন স্কুল ছুটির পরে বাড়িতে ফিরে পার্শ্ববর্তী পুকুরে গোসল করতে নেমে পানিতে পড়ে ডুবে যায়। সে সময় তার বড় ভাই দেখতে পেয়ে চিৎকার দিলে স্থানীয়রা শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।




