সংবাদ সারাদেশ

সহকর্মীকে পিটিয়ে ২৮ বছর পর বদলি হলেন প্রভাবশালী নার্স

সংবাদ চলমান ডেস্ক:

মানিকগঞ্জ সদর হাসপাতালের নার্স আব্দুল মোতালেব মিয়া। প্রভাবশালী ব্যাক্তিদের ঘনিষ্ঠজন হওয়ার সুবাদে তিনিও প্রভাবশালী। সেই প্রভাব খাটিয়ে তিনি একই হাসপাতালে কাজ করছেন ২৮ বছর ধরে। দায়িত্বে অবহেলা সহ রোগীদের ফুঁসলিয়ে বিভিন্ন ক্লিনিকে পাঠিয়ে দিয়ে অবৈধভাবে অর্থ উপার্জন করারমত অভিযোগও উঠে আসে আব্দুল মোতালেব মিয়ার নামে।

এতে প্রতিবাদ করলে হাসপাতালের চিকিৎসক এবং নার্সদের সঙ্গে চরম দুর্ব্যবহার করতেন। অবশেষে মানিকগঞ্জ সদর হাসপাতালের সেই নার্স আব্দুল মোতালেব মিয়াকে বদলি করা হয়েছে।

ছেলেকে সঙ্গে নিয়ে সহকর্মী সিনিয়র নার্স (ব্রাদার) শাহিনুর রহমানকে মারধরের ঘটনায় তাকে বদলি করা হয়।

সম্প্রতি কয়েকটি সংবাদমাধ্যম ওই হামলার ঘটনা নিয়ে সংবাদ প্রকাশ করে। এরপর বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসলে মোতালেব মিয়াকে বদলির আদেশ দেয়া হয়।

গত সোমবার নার্সিং ও মিডওয়াইফারি অধিদফতরের মহাপরিচালক সিদ্দিকা আক্তারের স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে ঝালকাঠি সদর হাসপাতালে বদলি করা হয়। বুধবার তাকে কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। অন্যথায় তাকে তাৎক্ষণিক স্ট্যান্ড রিলিজ করা হবে।

গত ১ সেপ্টেম্বর ভুক্তভোগী জ্যেষ্ঠ নার্স শাহিনুর রহমান একটি মামলা করেন। এতে মোতালেব মিয়া ও তার ছেলে দিহান তন্ময়সহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।

এজাহার থেকে জানা যায়, ১ সেপ্টেম্বর দুপুরে হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে অভ্যন্তরীণ বিষয় নিয়ে জ্যেষ্ঠ নার্স শাহিনুর রহমানের সঙ্গে মোতালেব মিয়ার বাগবিতণ্ডা হয়। এ সময় মোতালেব ক্ষিপ্ত হয়ে শাহিনুরকে মেরে ফেলার হুমকি দেন। এরপর মোতালেব মুঠোফোনে তার ছেলে দিহান তন্ময়কে সহযোগীদের নিয়ে হাসপাতালে আসতে বলেন। এর কিছুক্ষণ পর দিহান সঙ্গীদের নিয়ে হাসপাতালে এসে জরুরি বিভাগে কর্মরত শাহিনুরকে লোহার রড ও জিআই পাইপ দিয়ে পেটান। এরপর তন্ময় শাহিনুর পকেট থেকে টাকা-পয়সা নিয়ে চলে যাওয়ার সময় তাকে মেরে ফেলার হুমকি দেন।

মামলার তদন্ত কর্মকর্তা সদর থানার এসআই টুটুল উদ্দিন বলেন, আসামি মোতালেব এবং তার ছেলে তন্ময় আদালত থেকে জামিন নিয়েছেন। মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button