সংবাদ সারাদেশসারাদেশ

কিশোরগঞ্জে মসজিদের দানবাক্সে মিলল প্রায় ৮ কোটি টাকা

কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্সে এবার অতীতের সব রেকর্ড ভেঙে পাওয়া গেছে ৭ কোটি ৭৮ লাখ ৬৭ হাজার ৫৩৭ টাকা। এছাড়াও মিলেছে বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রা এবং স্বর্ণালঙ্কার।

শনিবার (২০ এপ্রিল) দিবাগত রাত ২টার দিকে টাকা গণনা শেষে কিশোরগঞ্জের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী মহুয়া মমতাজ বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে শনিবার সকাল ৭টায় মসজিদের ৯টি দানবাক্স খোলা হয়। সাধারণত ৩ মাস পরপর দানবাক্স গুলো খোলা হলেও এবার রমজানের কারণে ৪ মাস ১০ দিন পর খোলা হয়েছে।

জেলা প্রশাসক ও পাগলা মসজিদ কমিটির সভাপতি মো. আবুল কালাম আজাদ জানান, প্রতি ৩ মাস পরপর এই মসজিদের দানবাক্স গুলো খোলা হয়। তবে রমজানের কারণে এবার ৪ মাস ১০ দিন পর দানবাক্সগুলো খোলা হয়েছে। দানবাক্সগুলো খোলা হলে ২৭ বস্তা টাকা পাওয়া যায়।

টাকা গণনার কাজে অংশ নেন দুই শতাধিকেরও বেশি সংখ্যক মসজিদ ব্যবস্থাপনা কমিটির সদস্য, মসজিদ কমপ্লেক্সে অবস্থিত ও পাশেপাশের মাদরাসা ও এতিমখানার শিক্ষক-শিক্ষার্থী এবং রূপালী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীরা।

মসজিদ পরিচালনা কমিটি সূত্রে জানা গেছে, সকাল ৭টায় জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, পুলিশ সুপার রাসেল শেখ ও জেলা প্রশাসনের দায়িত্বপ্রাপ্ত ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে মসজিদের দানবাক্স গুলো খোলা হয়। দানবাক্স খুলে দানের টাকা এক এক করে ২৭টি বস্তায় ভরে আনা হয় মসজিদের ২য় তলায় গণনার জন্য। রাত ২টা পর্যন্ত চলে টাকা গণনার কাজ।

এর আগে সর্বশেষ ২০২৩ সালের ৯ ডিসেম্বর খোলা হয়েছিল দানবাক্স গুলো। তখন রেকর্ড ৬ কোটি ৩২ লাখ ৫১ হাজার ৪২৩ টাকা পাওয়া গিয়েছিল। এছাড়াও বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কার পাওয়া যায়।

২০২৩ সালে চারবার খোলা হয়েছিল কিশোরগঞ্জের ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স। চারবারে মোট ২১ কোটি ৮৭ লাখ ৮৫ হাজার ১৮১ টাকা পাওয়া গিয়েছিল। টাকার পাশাপাশি হীরা, বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালঙ্কারও পাওয়া গেছে বিপুল পরিমাণ।

জানা গেছে, ঐতিহ্যবাহী পাগলা মসজিদে আটটি দানবাক্স থাকলেও দানের টাকা বৃদ্ধি পাওয়ায় একটি দানবাক্স বাড়ানো হয়। বর্তমানে পাগলা মসজিদে দানবাক্সের সংখ্যা ৯টি। তাই দানের পরিমাণ আরো বেড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

এই মসজিদের আয়ের একটা অংশ আশেপাশের অন্যান্য মসজিদ, মাদরাসা, এতিমখানা সহ বিভিন্ন উন্নয়ন ও সেবামূলক খাতে ব্যয় করা হয়। এছাড়া ২০০২ সালে মসজিদের পাশে একটি হাফেজিয়া মাদরাসা প্রতিষ্ঠা করা হয়। ক্যান্সার, কিডনি রোগে আক্রান্ত দরিদ্র ব্যক্তিদেরও এই তহবিল থেকে সাহায্য দেওয়া হয়।

বর্তমানে লেকসিটি প্রকল্পের আওতায় পাগলা মসজিদের পাশ দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদী খনন, দৃষ্টিনন্দন সেতু নির্মাণ, মসজিদের শোভাবর্ধন করায় এবং রঙিন আলোকসজ্জার জন্য দিনে ও রাতে মসজিদটি দেখতে চমৎকার লাগে। দেশের দূর-দূরান্ত থেকে নানা শ্রেণি-পেশার মানুষ মসজিদটি দেখতে ভিড় জমান। বিশেষত জুমার নামাজের সময় অত্যাধিক মানুষের সমাগমে মসজিদসহ আশে পাশের রাস্তাঘাট পরিপূর্ণ হয়ে যায়।

মুসল্লিদের সুবিধার্থে মসজিদের পরিসর আরো বিস্তৃত করতে মসজিদ ও ইসলামিক কমপ্লেক্সের জন্য ১১৫ কোটি টাকা ব্যয়ে প্রকল্প হাতে নেয়া হয়েছে। যা বাস্তবায়ন হলে ৬০ হাজার মুসল্লি এক সঙ্গে নামাজ আদায় করতে পারবে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button