রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু
রাজবাড়ী প্রতিনিধিঃ
রাজবাড়ীতে ট্রেনে কাটা পড়ে দুই জনের মৃত্যু হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ৯টার দিকে কালুখালী- ভাটিয়াপাড়া রেলপথের কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সুর্যদিয়া এলাকায় ‘টুঙ্গিপাড়া এক্সপ্রেস’ ট্রেনে কাটা পড়েন তারা। তাদের মধ্যে ১ জন ভ্যান চালক অন্যজন যাত্রী। তবে তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।
প্রত্যক্ষদর্শী কয়েক জন বলেন, এক যাত্রী নিয়ে ভ্যান চালিয়ে কালুখালী উপজেলা শহরের দিকে যাচ্ছিলেন চালক। সূর্যদিয়া রেলগেটটিতে কোনো পাহারাদার নেই। নিজ দায়িত্বে রেললাইন পারাপার হতে হয়। আজ যাত্রী সহ ভ্যান নিয়ে চালক রেললাইন পার হওয়ার সময় গোপালগঞ্জ থেকে ছেড়ে আসা রাজশাহী গামী টুঙ্গিপাড়া এক্সপ্রেসের নিচে কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই মারা যান তারা দুই জন।
এ ব্যাপারে রাজবাড়ী রেলওয়ে থানার ওসি সোমনাথ বুস বলেন, ট্রেনে কাটা পড়ে দুই জন মারা গেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি। খোঁজ-খবর নেয়া হচ্ছে বলে জানান ওসি সোমনাথ বুস।




