সংবাদ সারাদেশসারাদেশ
রাজধানীর রুপনগরে সিলিন্ডার বিস্ফোরণ, শিশুসহ নিহত ৬
সংবাদ চলমান ডেস্ক:
রাজধানীর রূপনগরের শিয়াল বাড়ি মনিপুরী স্কুলের সামনে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এক মহিলা ও তিন শিশুসহ চারজন নিহত হয়েছে।
আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
বুধবার বিকাল ৪টার দিকে মনিপুরের ১১ রোডের মাথায় এ বিস্ফোরণের ঘটনা ঘটে। নিহত তিন শিশুর বয়স ৮-১০ বছরের মধ্যে। আর নারীর বয়স ৩৫ বছর।
রূপনগর থানার পরিদর্শক (তদন্ত) দীপক কুমার দাস জানান, সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় পাঁচজন নিহত হয়েছেন
রূপনগরের ১১ নম্বর রোডে গ্যাস বেলুন বিক্রেতার গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনা ঘটে। এতে ঐ বেলুন বিক্রেতাসহ কয়েকজন গুরুতর আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য সোহরাওয়ার্দী ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।


