সংবাদ সারাদেশ
মোটরসাইকেলের দুর্ঘটনায় এক নৌ পুলিশে সদস্যর মৃত্য
রাজবাড়ী প্রতিনিধিঃ
বৈদ্যুতিক খুঁটির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কায় নৌ পুলিশের এক সদস্য নিহত হয়েছেন। রবিবার সকালে রাজবাড়ী সদর উপজেলার সড়কের পাশে আফরা এলাকায় এ ঘটনা ঘটে বলে জানা গেছে।
নিহত মো. সোহেল রানা কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার শীতলাই গ্রামের মো. আখের আলীর ছেলে।
রাজাবাড়ী সদর থানার ওসি স্বপন কুমার মজুমদার জানান, কুষ্টিয়ার দৌলতপুর থেকে মোটরসাইকেলে নিজ কর্মস্থল রাজবাড়ীর দৌলতদিয়ায় যাচ্ছিলেন সোহেল রানা। আফরা এলাকায় মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে গুরুতর আহত হন সোহেল রানা। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন বলে জানা গেছে।



