আবারো দেশের পাঁচ জেলার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ
সংবাদ চলমান ডেস্কঃ
দেশে চলমান দাবদাহের কারণে আগামীকাল সোমবার (২৯ এপ্রিল) ঢাকা, রাজশাহী , চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়। রোববার (২৮ এপ্রিল) রাতে শিক্ষা মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছেন।
এই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে চলমান তাপদাহের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয় ও আবহাওয়া অধিদপ্তরের সঙ্গে পরামর্শক্রমে ঢাকা, রাজশাহী, চুয়াডাঙ্গা, যশোর ও খুলনা জেলার সব মাধ্যমিক স্কুল, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান সোমবার বন্ধ থাকবে। তবে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে শীতাতাপ নিয়ন্ত্রণ ব্যবস্থা আছে ঐ শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষ চাইলে খোলা রাখতে পারবে। সোমবার পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
ঈদের ছুটির পর তাপদাহের কারণে এক সপ্তাহ ছুটি বাড়িয়ে, আজ রোববার শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হয়। খুলে দেওয়ার দিনই বিভিন্ন প্রতিষ্ঠানে শিক্ষার্থী ও শিক্ষক অসুস্থ হওয়ার খবর পাওয়া গেছে। এ ছাড়া চট্টগ্রামের কালুরঘাট ফেরিতে মাওলানা মো. মোস্তাক আহমেদ কুতুবী (৫৫) নামে এক মাদ্রাসা শিক্ষকের মৃত্যু হয়েছে। ধারণা করা হচ্ছে ‘হিটস্ট্রোক’এ তার মৃত্যু হয়।





