ব্রাহ্মণবাড়িয়ায় নব বধূকে গলা কেটে হত্যা, স্বামী গ্রেফতার
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধিঃ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নববধূকে গলা কেটে হত্যার ১২ ঘণ্টার মধ্যেই স্বামী আব্দুল হামিদকে গ্রেফতার করেছে পুলিশ।
আজ বুধবার সকালে আখাউড়া উপজেলার বড়মুড়া সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় তাকে গ্রেফতার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আখাউড়া থানা পুলিশ। গ্রেফতারকৃত আব্দুল হামিদ উপজেলার দক্ষিণ ইউনিয়নের হিরাপুর গ্রামের মৃত আব্দুল লতিফের ছেলে।
পুলিশ জানায়, গত শুক্রবার আখাউড়া উপজেলার হীরাপুর গ্রামের আব্দুল লতিফ মিয়ার সৌদি আরব ফেরত ছেলে আব্দুল হামিদের সঙ্গে ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার বাসুদেব এলাকার আব্দুর রাজ্জাক মিয়ার মেয়ে তাসলিমার বিয়ে হয়। মঙ্গলবার দুপুরে নববধূ তাসলিমার গলা কেটে হত্যা করে পালিয়ে যান হামিদ। এ ঘটনায় নিহত তাসলিমার ভাই আব্দুল কুদ্দুস রাতেই বাদী হয়ে আব্দুল হামিদকে প্রধান আসামি করে হত্যা মামলা করেন।
এ ব্যাপারে আখাউড়া থানার ওসি নূরে আলম জানান, হামিদকে গ্রেফতারে মোবাইল ট্রাকিং করে একাধিক স্থানে অভিযান চালানো হয়। কিন্তু হামিদ পর-পর স্থান পরিবর্তন করতে থাকে। বুধবার সকালে আখাউড়া সীমান্তের বড়মুড়া এলাকা দিয়ে ভারতের ত্রিপুরা রাজ্যে পালিয়ে যাওয়ার চেষ্টাকালে ফকিরমুড়া বিজিবি ক্যাম্পের জওয়ানদের সহযোগিতায় হামিদকে গ্রেফতার করা হয়। তবে কী কারণে নববধূকে নৃশংস হত্যাকাণ্ড ঘটিয়েছে, এ রহস্য উদ্ঘাটনে তাকে জিজ্ঞাসাবাদ চলছে বলেও জানায় তিনি।




