সংবাদ সারাদেশ
বাড়ি থেকে বের হয়েই লাশ হলো শিশু হুজাইফা
সংবাদ চলমান ডেস্কঃ
মেহেরপুরের গাংনী উপজেলা শহরের চৌগাছা এলাকায় রাস্তার উপরে উঠতেই বিদ্যুৎ চালিত পাখিভ্যানের ধাক্কায় হুজাইফা (৩) নামের এক শিশু নিহত হয়েছে। হুজাইফা চৌগাছা গ্রামের শফিকুল ইসলামের ছেলে।
রবিবার (২২ অক্টোবর) সকাল সাড়ে নয়টার সময় গাংনী- কাথুলি সড়কের চৌগাছা পশ্চিম পাড়া এলকায় এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, হুজাইফা দৌড়াতে দৌড়াতে রাস্তার উপর উঠে পড়ে। এসময় নওপাড়া থেকে আসা দ্রুতগামী একটি পাখি ভ্যান তাকে ধাক্কা দিলে মারাত্মক আহত হয় শিশুটি। পরে তাকে উদ্ধার করে গাংনী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) ওবাইদুর রহমান এ তথ্য নিশ্চিত করে বলেছেন নিহতের মৃতদেহ উদ্ধারের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে ।


