সংবাদ সারাদেশ
বরিশালের গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার
বরিশাল প্রতিনিধিঃ
বরিশালের গৌরনদীতে সুচন্দা বাড়ৈ নামে এক ৩২ বছর বয়সী গৃহবধূর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করেন পুলিশ।
সোমবার দুপুরে গৌরনদী পৌর শহরের চরগাধা তলী এলাকার ভাড়া বাসা থেকে মরাদেহটি উদ্ধার করা হয়। নিহত সুচন্দা উপজেলার বার্থী ইউনিয়ন পরিষদের সচিব অবিনাশ বাড়ৈর স্ত্রী। তিনি দুই সন্তানের মা ছিলেন।
নিহতের স্বজনরা জানান যে, তিন মাস আগে দ্বিতীয় সন্তান জন্মের পর মানসিক ভারসাম্যহীন হয়ে পড়েন সুচন্দা। চিকিৎসা করার পরও তিনি সুস্থ হচ্ছিলেন না। সোমবার দুপুরে পরিবারের সবার অজান্তে ভাড়া বাসার ফ্যানের সঙ্গে ফাঁস দিয়ে আত্মহত্যা করে তিনি।
গৌরনদী মডেল থানার এসআই নাসির হোসেন বলেন যে, মরদেহ উদ্ধার করে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছন। ওই গৃহবধূ আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ জানা যাবে।





