সংবাদ সারাদেশসারাদেশ
বরগুনায় ব্রিজ ভেঙে খালে মাইক্রোবাস, নিহত ১০
বরগুনা প্রতিনিধিঃ
বরগুনার আমতলীতে ব্রিজ ভেঙে মাইক্রোবাস খালে পড়ে ১০ জন বরযাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় নিখোঁজ রয়েছেন ৫-৬ জন। খবর পেয়ে পুলিশ, ফায়ার সার্ভিস, ডুবুরি ও স্থানীয় মানুষ উদ্ধার কাজ চালাচ্ছেন।
আজ শনিবার (২২ জুন) দুপুরে উপজেলার চাওড়া ও হলদিয়া হাটের সঙ্গে সংযুক্ত ব্রিজটি ভেঙে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, দুপুরে ঐ ব্রিজ দিয়ে মাইক্রোবাসে করে বরযাত্রীরা যাচ্ছিলেন। এ সময় মাইক্রোবাসটি ব্রিজটির মাঝামাঝি স্থানে পৌঁছালে সেটি ভেঙে খালে পড়ে যায়। এতে এখন পর্যন্ত ১০ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়াও বেশ কয়েক জন নিখোঁজ রয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে আমতলী থানার ওসি কাজী মো. সাখাওয়াত হোসেন তপু বলেন, এখন পর্যন্ত ১০ জনের লাশ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ রয়েছেন ৫-৬ জন। এখনো কারো নাম-ঠিকানা শনাক্ত করা যায়নি বলেও জানান তিনি।





