বাগমারাসংবাদ সারাদেশসারাদেশ

বঙ্গবন্ধুর জুলিও কুরি পদকের ৫০ বছর পূর্তি উদযাপন

বাগমারা প্রতিনিধিঃ

রাজশাহীর বাগমারায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ মিলনায়তনে প্রশাসনের উদ্যোগে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

১৯৭৩ সালের ২৩ মে বঙ্গবন্ধু এই আন্তর্জাতিক পদক লাভ করেন। বঙ্গবন্ধুকে জুলিও কুরি শান্তি পদক পরিয়ে দিয়েছিলেন বিশ্ব শান্তি পরিষদের মহাসচিব রমেশ চন্দ্র। সেদিন এশীয় শান্তি সম্মেলনের এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে বঙ্গবন্ধুকে পদক পরিয়ে দিয়ে রমেশচন্দ্র বলেছিলেন, বঙ্গবন্ধু শুধু বাংলার নন তিনি বিশ্বের এবং তিনি বিশ্ববন্ধু।

জুলিও কুরি বিশ্বের অন্যান্য শান্তি পুরস্কারের মধ্যে অন্যতম একটি। মূলত সাম্রাজ্যবাদ ও ফ্যাসিবাদ বিরোধিতা এবং মানবতা ও বিশ্ব শান্তি প্রতিষ্ঠায় যারা অগ্রণী ভূমিকা পালন করেন তারা এই পদকে ভূষিত হন। বিশ্ব শান্তি পরিষদ ১৯৫০ সাল থেকে জুলিও কুরি পদক দিয়ে আসছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা এএফএম আবু সুফিয়ান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার।

একাডেমিক সুপারভাইজার আব্দুল মুমীতের সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, বীরেন্দ্রনাথ সরকার, সুনীল কুমার কুন্ডু, জন স্বাস্থ্যের সহকারী প্রকৌশলী আব্দুল মমিন, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আল রানা প্রমুখ। সভায় বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, দপ্তর প্রধান সহ অন্যরাও উপস্থিত ছিলেন।

অপরদিকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জুলিও কুরি শান্তি পদক প্রাপ্তির ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় সেরাদের মাঝে পুরস্কার বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button