সংবাদ সারাদেশসারাদেশ

ফেনীতে সড়কে দুর্ঘটনায় নিহত ১

ফেনী প্রতিনিধিঃ

ফেনী সদর উপজেলায় ঢাকা চট্টগ্রাম মহাসড়কে অজ্ঞাত গাড়ির ধাক্কায় এক বৃদ্ধ পথচারী নিহত হয়েছেন। শনিবার রাতে সদর উপজেলার লেমুয়া ভাঙ্গার তাকিয়া নামক স্থানে ঢাকা চট্টগ্রাম মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে নিহত বৃদ্ধের নাম পরিচয় জানা যায়নি।

জানা যায়, শনিবার রাতে লেমুয়া ভাঙ্গার তাকিয়া নামক স্থানে অজ্ঞাত একটি গাড়ির ধাক্কায় একব্যক্তি আহত হয়ে সড়কের পাশে পড়ে রয়েছ এমন খবর পেয়ে হাইওয়ে পুলিশ দ্রুত ঐ স্থানে যায়। সেখানে গিয়ে সড়কের পাশে ১ ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখেন পুলিশ। লাশ উদ্ধার করে ফেনী জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ফেনীর মহিপাল হাইওয়ে থানার এসআই মো. রিয়াজুল ইসলাম বলেন, নিহত ঐ ব্যক্তির আনুমানিক বয়স ৬০ বছর। তার নাম পরিচয় জানা যায়নি। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) তার আঙুলের ছাপ সংগ্রহ করেছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলেও জানান তিনি।

এই ধরণের সংবাদ

আরো পড়ুন
Close
Back to top button