রাজশাহীরাজশাহী সংবাদ

রাজশাহী কলেজের উদ্যোগে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান

স্টাফ রিপোর্টারঃ

মহান বিজয় দিবস উপলক্ষে ৫ বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা প্রদান করেছে রাজশাহী কলেজ। এ সময় রাজশাহী কলেজের ১২৫ জন মেধাবী শিক্ষার্থীকে বৃত্তি প্রদান করেন কলেজ প্রশাসন। আজ বুধবার ১৫ ডিসেম্বর বেলা ১১ টার দিকে রাজশাহী কলেজ অডিটোরিয়ামে এই সম্মাননা ও বৃত্তি প্রদান করা হয়।

এ সময় স্মৃতিচারণ করে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধারা। মহান মুক্তিযুদ্ধে রাজশাহী অঞ্চলে মুক্তিযোদ্ধাদের অবদান তুলে ধরে বক্তারা বলেন, দেশ স্বাধীনের পর যখন আমরা বাড়ি ফিরি তখন শত শত মানুষ আমাদের জড়িয়ে ধরেছিল। সেইদিনের আবেগ-অনুভূতি আর ভালোবাসা আমাদের বিস্মিত করেছিল।

আমাদের এই জাতি পাকিস্তানি শোষকগোষ্ঠী থেকে মুক্তির জন্য লুকিয়ে ছিল। মহান মুক্তিযুদ্ধ সেই আকাঙ্খা পূরণের সফল অধ্যায়। বিজয়ের ৫০ বছরে বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা প্রদান অনুষ্ঠানটি সত্যিই প্রশংসনীয়। রাজশাহী কলেজের পক্ষ থেকে তাদের সম্মাননা প্রদান করায় কৃতজ্ঞতা জ্ঞাপন করেন বীর মুক্তিযোদ্ধারা।

কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে সম্মাননা ও বৃত্তি প্রদান অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা গ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা প্রফেসর রুহুল আমিন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল বাশার, বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী কামাল ও বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলামের পরিবারের পক্ষ থেকে সম্মাননা গ্রহণ করা হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী কলেজ উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান, কলেজ শিক্ষক পরিষদের সম্পাদক মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ সহ কলেজের প্রতিটি বিভাগের বিভাগীয় প্রধান ও শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button