বগুড়াসংবাদ সারাদেশ

নির্বাচনে এবার স্বামীর বিপরীতে লড়বেন স্ত্রী

বগুড়া প্রতিনিধিঃ

বগুড়ায় স্বামী জনপ্রতিনিধি থাকায় সুযোগ হয়েছে মানুষের সেবা করার। এ দেখে স্ত্রীরও জনসেবা করার শখ জাগে। শখের বশে কিনেও ফেলেন মনোনয়নপত্র। অবশেষে স্বামীর বিপরীতেই লড়ছেন তিনি।

বগুড়ার শিবগঞ্জ পৌরসভা নির্বাচনে ৩১ ডিসেম্বর মেয়র পদে বিএনপি মনোনীত প্রার্থী মতিয়ার রহমান মতিনের বিপরীতে মনোনয়নপত্র জমা দেন তার স্ত্রী ফৌজিয়া খানম।

উপজেলা সহকারী রিটার্নিং অফিসার আনিসুর রহমান কবীরের কাছে মনোনয়নপত্র জমা দেন তিনি। পৌর নির্বাচনে স্বামীর বিরুদ্ধে স্ত্রী মনোনয়নপত্র জমা দেয়ায় বিষয়টি ভোটারদের মধ্যে শুরু হয়েছে নানা আলোচনা।

প্রার্থী ফৌজিয়া খানম বলেন, দীর্ঘদিন ধরে আমার স্বামী মেয়রের দায়িত্ব পালন করেছেন। খুব কাছ থেকে স্বামীর জনসেবা করা দেখেছি। আমারও ইচ্ছা জনসেবা করার। এজন্য এবার একই পদে স্বামীর সঙ্গে প্রার্থী হয়েছি। পরিবেশ পরিস্থিতি অনুকূলে থাকলে শেষ পর্যন্ত নির্বাচনে লড়ব।

স্ত্রীর প্রার্থী হওয়া প্রসঙ্গে মতিয়ার রহমান মতিন বলেন, তার শখ হয়েছে, তিনি নির্বাচন করবেন। তাই বাধা দেইনি।

স্বামী-স্ত্রী মিলে প্রার্থী হওয়া প্রসঙ্গে শিবগঞ্জ পৌরসভার ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শামীম প্রামাণিক বলেন, বিএনপি দলীয় প্রার্থীর বিরুদ্ধে একাধিক নাশকতার মামলা চলমান রয়েছে। যাচাই-বাছাইয়ে মতিয়ার রহমান মতিনের মনোনয়নপত্র বাতিল হতে পারে। এমন আশঙ্কায় হয়তো স্ত্রীকেও প্রার্থী করেছেন তিনি।

শিবগঞ্জে বিএনপির পৌর নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক এবিএম কামাল সেলিম বলেন, বিএনপির দলীয় প্রার্থীর স্ত্রী কী কারণে প্রার্থী হয়েছেন, তা জানা নেই। বিষয়টি নিয়ে দলীয় ফোরামে কোনো আলোচনাও হয়নি।

শিবগঞ্জ পৌরসভা নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও উপজেলা নির্বাচন কর্মকর্তা আনিসুর রহমান কবীর বলেন, মেয়র পদে ছয়জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপি প্রার্থী মতিয়ার রহমান মতিন ও তার স্ত্রী ফৌজিয়া খানম দুজনই মনোনয়নপত্র জমা দিয়েছেন। অন্যরা হলেন- তৌহিদুর রহমান মানিক (আওয়ামী লীগ), আবদুল মান্নান (বিদ্রোহী আওয়ামী লীগ), আবদুল গাফফার (বিদ্রোহী বিএনপি), সিরাজুল ইসলাম (জাপা)। এছাড়া সংরক্ষিত মহিলা আসনে ১১জন ও পুরুষ কাউন্সিলর পদে ৩৩জন প্রার্থী মনোনয়নপত্র জমা দেন বলে জানা যায়।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button