নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত-২
নরসিংদী প্রতিনিধিঃ
নরসিংদীতে একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মাইক্রোবাস চালক সহ দুজন মারা গেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো তিন জন।
আজ শনিবার ভোর সাড়ে ৫টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদী সদর উপজেলার চৈতাব এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, ময়মনসিংহ জেলার নান্দাইল এলাকার আশরাফ আলীর ছেলে মাইক্রোবাসের চালক আব্দুস সালাম এবং যাত্রী চট্টগ্রামের শিক্ষার্থী ও সংগীত শিল্পী পিয়াল হোসেন।
এ বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক মোহাম্মদ ইলিয়াছ মিয়া বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা সিলেটগামী মাইক্রোবাসটি নরসিংদীর চৈতাব এলাকার ড্রিম হলিডে পার্কের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা হানিফ পরিবহনের একটি বাসের সঙ্গে সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাস চালক সালাম ও যাত্রী পিয়াল হোসেন ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন মাইক্রোবাসের আরো তিন যাত্রী। তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠায় স্থানীয়রা। তবে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলেও আরো জানান তিনি।




