রাজশাহী সংবাদসংবাদ সারাদেশ

রাজশাহীতে হঠাৎ ওসির গাড়িতে দুর্বৃত্তদের হামলা

আজ বুধবার ৩১ জুলাই রাজশাহীতে পুলিশের ওসির গাড়িতে দুর্বৃত্তদের হামলা হয়েছে। তবে এই ঘটনায় পুলিশের কোন সদস্য হতাহতের খবর পাওয়া যায়নি ।

বুধবার দুপুরে নগরীর মহিষবাথান এলাকায় দারুসসালাম মাদ্রাসা এলাকায় রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) গাড়ি লক্ষ্য করে ইট পাটকেল নিক্ষেপ করে দুর্বৃত্তরা।

এসময় গাড়ির সামনের কাচের অংশ ইট পাটকেলের আঘাতে ভেঙ্গে যায়। পরে পুলিশ আত্মরক্ষার্থে সাউন্ডগ্রেনেড নিক্ষেপ করলে হামলাকারীরা পালিয়ে যায়।

এই হামলার ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে আটক করেছে রাজপাড়া থানা পুলিশ।

পুলিশ জানায়, রাজপাড়া থানার ওসির গাড়ি টহলরত অবস্থায় ছিলো। এসময় আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা পুলিশের গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে পুলিশ আত্মরক্ষার্থে পাল্টা  সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে হামলাকারীরা ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে অতিরিক্ত পুলিশ এসে দুর্বৃত্তদের ধরতে বিভিন্ন জায়গায় অভিযান চালায়।

রাজপাড়া থানার ওসি আরও জানান, এই ঘটনায় কোন পুলিশ সদস্য আহত হয়নি। তবে এই ঘটনায় জড়িত থাকার সন্দেহে পাঁচজনকে আটক করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ চলছে তাদের সাথে যারা এই অতর্কিত হামলার সাথে জড়িত ছিল তাদের সনাক্তের চেষ্টা চলছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button