সংবাদ সারাদেশ

নদীতে ট্রলার থেকে পড়ে ছয় মাসের শিশুসহ বাবা নিখোঁজ

সংবাদ চলমান ডেস্কঃ

মধুমতি নদীতে ট্রলার থেকে পড়ে ছয় মাসের শিশুসহ বাবা নিখোঁজ হয়েছেন।গতকাল  শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দি‌কে গোপালগ‌ঞ্জের কাশিয়ানীতে কালনায় মধুমতি নদীর উপর নির্মাণাধীন ব্রিজের খুঁটির সঙ্গে ধাক্কা লেগে তারা নদীতে পড়ে যায়।

কা‌শিয়ানীর ইউএনও র‌থিন্দ্রনাথ বিশ্বাস এই ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নি‌খোঁজরা হ‌লো পুলিশ হেডকোয়ার্টারের কনস্টেবল আবু মুসা রেজওয়ান ও তার শিশু ছেলে আনাস। তা‌দের বা‌ড়ি নড়াইল জেলার লোহাগাড়া উপ‌জেলার চাচই গ্রা‌মে।

র‌থিন্দ্রনাথ বিশ্বাস জা‌নান, স্ত্রী, ছেলে‌ ও কয়েকজন আত্মীয় নিয়ে ট্রলার ভাড়া করে মধুম‌তি নদী‌তে ঘুরতে বেড়িয়েছিল তারা। নদী‌তে প্রবল স্রোত থাকার কার‌ণে ট্রলার‌টি নির্মাণাধীন ব্রিজের পিলা‌রের স‌ঙ্গে থাক্কা খায়। এতে মা‌ঝি বা‌দে ট্রলা‌রের সবাই নদী‌তে পড়ে যায়। প‌রে ট্রলা‌রের মা‌ঝি পড়ে যাওয়া কয়েকজনকে উদ্ধার কর‌তে সক্ষম হ‌লেও বাবা ও ছেলে নি‌খোঁজ হয়। তা‌দের উদ্ধা‌রের জন্য গোপালগঞ্জ ফায়ার সা‌র্ভিসের এক‌টি দল কাজ কর‌ছে।  এছাড়া খুলনায় ফায়ার সা‌র্ভি‌সের এক‌টি ডুব‌রি দল‌কে খবর দেয়া হ‌য়ে‌ছে।

কাশিয়ানী উপজেলা সহকারী কমিশনার (ভূমি)মো. আতিকুল ইসলাম, কাশিয়ানী থানার ওসি মো. আজিজুর রহমান এবং নড়াইলের লোহাগাড়া থানার ওসি সৈয়দ আশিকুর রহমান ঘটনাস্থলে থেকে নিখোঁজ বাবা-ছেলের উদ্ধার প্রক্রিয়ায় অংশ নিয়েছেন বলে জানা গেছে।

এই ধরণের সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button