দেশের বড় শহর গুলো হবে তারমুক্তঃবিদ্যুৎ প্রতিমন্ত্রী
সাংবাদ চলমান ডেস্কঃ
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, আওয়ামী লীগ আবারও ক্ষমতায় এলে আগামী ৫ বছরের মধ্যে ঢাকাসহ দেশের সব বড় শহর তারমুক্ত করা হবে। সব বৈদ্যুতিক তার আন্ডারগ্রাউন্ডে চলে যাবে।
আজ বৃহস্পতিবার রাজধানীর ধানমন্ডি ৩ নম্বর রোডে ডিপিডিসির জিটুজি প্রকল্পের ভূ-গর্ভস্থ বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার চলমান কাজের অগ্রগতি পরিদর্শন শেষে এ কথা বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী।
বিদ্যুৎ প্রতিমন্ত্রী জানান, ধানমন্ডি ৩ নম্বর রোডের সব তার সরিয়ে ফেলা হয়েছে। এগুলো এখন মাটির নিচ দিয়ে চলে গেছে। এর মাধ্যমে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের লক্ষ্যে আমাদের যাত্রা শুরু হলো।
তিনি আরও জানান, আন্ডারগ্রাউন্ড করার ফলে লোড নিয়ে কাজ করা যায়, লোড কন্ট্রোল করা যায়, সর্বোপরি গ্রাহকসেবার মান উন্নত হয়। আমাদের পরবর্তী লক্ষ্য ঢাকাসহ দেশের বড় শহরকে আন্ডারগ্রাউন্ড ক্যাবলে নিয়ে যাওয়া বলে ও জানান তিনি।





